বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

ইসরায়েলের সব জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস

মুক্তির অপেক্ষায় ২ হাজার ফিলিস্তিনি 

আন্তর্জাতিক ডেস্ক 

প্রকাশ: ১৫:২৪, ১৩ অক্টোবর ২০২৫

মুক্তির অপেক্ষায় ২ হাজার ফিলিস্তিনি 

গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে আটক থাকা ২০ জীবিত জিম্মিকেই হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী (আইডিএফ)। দ্বিতীয় ধাপে ১৩ ইসরায়েলি জিম্মিকে রেডক্রসের হাতে তুলে দেওয়া হয়েছে। এর আগে স্থানীয় সময় সোমবার (১৩ অক্টোবর) সকাল ৮টায় প্রথম ধাপে ৭ জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করা হয়। 

মুক্তি পাওয়া ৭ জিম্মি এরই মধ্যে দক্ষিণ ইসরায়েলের প্রাথমিক অভ্যর্থনা কেন্দ্রে পৌঁছেছেন। বাকী ১৩ জিম্মি ইসরায়েলের পথে আছেন বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।

এই মুক্তি কার্যক্রম সম্পন্ন হয় দুই দফায়। প্রথম দফায় সাতজন এবং দ্বিতীয় দফায় দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় ১৩ জন জিম্মিকে হস্তান্তর করা হয়।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, প্রথম পর্যায়ে মুক্তি পাওয়া সাতজন ইসরায়েলি নাগরিক হলেন- এইতান মর, গালি বারম্যান, জিভ বারম্যান, ওমরি মিরান, আলন ওহেল, গাই গিলবোয়া-ডালাল এবং মাটান আংরেস্ট।

ইসরায়েলি নিরাপত্তা সূত্র জানায়, তেল আবিবে জিম্মি পরিবারের সদস্য ও সমর্থকরা জড়ো হয়ে মুক্তির খবর শুনে আনন্দে ফেটে পড়েন। অন্যদিকে, চুক্তির অংশ হিসেবে ইসরায়েলি কারাগারে বন্দি প্রায় দুই হাজার ফিলিস্তিনি নাগরিক মুক্তির অপেক্ষায় রয়েছেন।

বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ সংঘাতের পর এই জিম্মি-বন্দি বিনিময় মধ্যপ্রাচ্যে নতুন এক কূটনৈতিক সমঝোতার দ্বার খুলে দিতে পারে। তবে, উভয় পক্ষের মধ্যে আস্থা পুনর্গঠনের বিষয়টি এখনো সময়সাপেক্ষ। বিশ্বজুড়ে মানবাধিকার সংগঠনগুলো এই পদক্ষেপকে ‘অগ্রগতির প্রথম ধাপ’ হিসেবে দেখছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু