মেক্সিকোয় বন্যায় নিহত ৬৪, নিখোঁজ ৬৫
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ০৯:২৯, ১৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৮:৫৩, ১৪ অক্টোবর ২০২৫

মেক্সিকোর মধ্য ও পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় অন্তত ৬৪ জন নিহত এবং ৬৫ জন এখনো নিখোঁজ রয়েছে। সোমবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান লাউরা ভেলাজকুয়েজ এ তথ্য জানান।
দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, গত কয়েক দিনের টানা প্রবল বৃষ্টিতে ভেরাক্রুজ, হিদালগো ও পুয়েবলা প্রদেশে নদীগুলো উপচে পড়েছে। পাহাড়ি ঢল ও ভূমিধসে বহু গ্রাম প্লাবিত হয়েছে, ধ্বংস হয়েছে সড়ক ও সেতু।
কর্তৃপক্ষ জানিয়েছে, ১২ ঘণ্টার ব্যবধানে মৃতের সংখ্যা বেড়েছে ১৭ জন, যা পরিস্থিতির ভয়াবহতা আরও স্পষ্ট করে।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাম জানিয়েছেন, উদ্ধারকাজে সেনাবাহিনীর হাজারো সদস্যকে মোতায়েন করা হয়েছে। নৌকা, বিমান ও হেলিকপ্টারসহ সব ধরনের সরঞ্জাম কাজে লাগানো হচ্ছে। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকায় ১০ হাজারেরও বেশি সেনা ও উদ্ধারযান পাঠানো হয়েছে। গৃহহারা মানুষের জন্য আশ্রয়কেন্দ্রও খোলা হয়েছে।
দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছর জুড়ে অস্বাভাবিক বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে। রাজধানী মেক্সিকো সিটিতেও এ বছর সর্বাধিক বৃষ্টিপাতের রেকর্ড গড়েছে, যা জলবায়ু পরিবর্তনের প্রভাব হিসেবে দেখা হচ্ছে।
প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট এ বন্যা মেক্সিকোর সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে। উদ্ধারকাজ চলমান থাকলেও এখনো বহু এলাকা বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।