বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

জাতিসংঘে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের পাল্টা জবাব

আন্তর্জাতিক ডেস্ক 

প্রকাশ: ১২:২৬, ১৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১২:২৭, ১৪ অক্টোবর ২০২৫

জাতিসংঘে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের পাল্টা জবাব

জাতিসংঘের চতুর্থ কমিটির বৈঠকে জম্মু ও কাশ্মীর ইস্যু ঘিরে ভারতকে কড়া ভাষায় আক্রমণ করেছে পাকিস্তান। ইসলামাবাদ অভিযোগ করেছে, নয়াদিল্লি প্রতি বছর একই “পুনর্ব্যবহৃত বিকৃত স্ক্রিপ্ট” উপস্থাপন করছে—যার উদ্দেশ্য কেবল কাশ্মীরের বাস্তব পরিস্থিতি ও মানবাধিকার লঙ্ঘনের সত্য আড়াল করা।

পাকিস্তানের স্থায়ী মিশনের কূটনীতিক আসিফ খান জাতিসংঘে বলেন,“ভারত যে বিভ্রান্তিমূলক বক্তব্য উপস্থাপন করেছে, তা সম্পূর্ণ ব্যর্থ প্রচেষ্টা। প্রতি বছর তারা এই ফোরামে একই বিকৃত তথ্যের পুনরাবৃত্তি ঘটায়। এবারও তার ব্যতিক্রম হয়নি।”

আসিফ খান জোর দিয়ে জানান, জাতিসংঘের কেবল অধিকার নয়, দায়িত্বও রয়েছে জম্মু ও কাশ্মীর নিয়ে আলোচনা করার, কারণ অঞ্চলটি কখনোই ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল না। আন্তর্জাতিকভাবে এটি এখনো স্বীকৃত বিতর্কিত ভূখণ্ড। তিনি স্মরণ করিয়ে দেন, “ভারত নিজেই এক সময় কাশ্মীর ইস্যুটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তুলেছিল; কিন্তু এখন তারা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের আওতায় দেওয়া প্রতিশ্রুতি মানতে অস্বীকার করছে।”

পাকিস্তানি কূটনীতিক ১৯৬০ সালের জাতিসংঘ ঘোষণার উদ্ধৃতি দিয়ে বলেন—“যেসব জাতি বিদেশি দখলের অধীনে রয়েছে, তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে—যা জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে সুরক্ষিত।”তিনি দাবি করেন, “দখলকৃত জম্মু ও কাশ্মীরে ভারত সামরিক দখল বজায় রেখেছে—প্রায় ৯ লাখ সেনা নিরস্ত্র বেসামরিক জনগণের বিরুদ্ধে মোতায়েন রয়েছে।”

আসিফ খান অভিযোগ করেন, ভারত কাশ্মীরি জনগণের ন্যায়সংগত স্বাধীনতার সংগ্রামকে “সন্ত্রাসবাদ” হিসেবে আখ্যায়িত করছে। অথচ নিজেদের দখলনীতি ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে কোনও আত্মসমালোচনা করছে না নয়াদিল্লি।

তিনি আরও বলেন,“নিরাপত্তা পরিষদের প্রস্তাব থেকে ভারতের সরে আসা, বিচারবহির্ভূত হত্যা, জোরপূর্বক গুম, গণগ্রেফতার, যৌন সহিংসতা এবং জনসংখ্যা প্রকৌশল—এসবই কাশ্মীরি জনগণের স্বাধীনতা আন্দোলনকে তীব্রতর করছে।”

জম্মু ও কাশ্মীর ইস্যুটি ১৯৪৭ সালের পর থেকেই ভারত-পাকিস্তান সম্পর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। পাকিস্তান দাবি করে, কাশ্মীরের চূড়ান্ত অবস্থান জাতিসংঘের তত্ত্বাবধানে একটি স্বাধীন গণভোটের মাধ্যমে নির্ধারিত হওয়া উচিত। অপরদিকে ভারত বরাবরই বলে আসছে, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং এটি তাদের অভ্যন্তরীণ বিষয়।

জাতিসংঘে এই নতুন পাল্টা জবাবের মাধ্যমে কূটনৈতিক পরিসরে ভারত-পাকিস্তান উত্তেজনা আরও এক ধাপ বেড়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু