তাজমহল পরিদর্শন বাতিল করলেন আফগান পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩:৪৫, ১৩ অক্টোবর ২০২৫

পাকিস্তানের সঙ্গে সীমান্ত সংঘর্ষের প্রেক্ষিতে তাজমহল পরিদর্শনের পরিকল্পনা বাতিল করেছেন ভারত সফররত আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি।
রবিবার (১২ অক্টোবর) নয়াদিল্লিতে ভারতীয় কর্মকর্মাদের সঙ্গে বৈঠকে অংশগ্রহণের পর বৃহত্তর ভ্রমণ কর্মসূচির অংশ হিসেবে আফগান পররাষ্ট্রমন্ত্রীর আগ্রার তাজমহল পরিদর্শনে যাওয়ার কথা ছিল।
তবে এখনো পরিদর্শনের পরিকল্পনা বাতিলের কোনো আনুষ্ঠানিক কোনো কারণ জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে, নিরাপত্তা উদ্বেগই পরিকল্পনা বাতিলে কারণ।
শনিবার (১১ অক্টোবর) ভারতের উত্তর প্রদেশের সাহারানপুরে খ্যাতনামা ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ পরিদর্শন করেন আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। দুপুরে দেওবন্দ ক্যাম্পাসে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।