রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

| ২২ অগ্রাহায়ণ ১৪৩২

প্রথম দিনেই ২৭ কোটি! ‘ধুরন্ধর’-এ রণবীরের ওপেনিং, ‘সাইয়ারা’-র রেকর্ড ভাঙল

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩:২০, ৬ ডিসেম্বর ২০২৫

প্রথম দিনেই ২৭ কোটি! ‘ধুরন্ধর’-এ রণবীরের ওপেনিং, ‘সাইয়ারা’-র রেকর্ড ভাঙল

মুক্তির দিনেই বক্স অফিসে বিস্ফোরণ ঘটাল রণবীর সিং অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘ধুরন্ধর’। শুক্রবার (৫ ডিসেম্বর) মুক্তির পর প্রথম দিনেই ছবিটির আয় গিয়ে দাঁড়িয়েছে প্রায় ২৭ কোটি টাকায়—যা রণবীর সিংয়ের ক্যারিয়ারের সর্বকালের সর্বোচ্চ ওপেনিং। শুধু তাই নয়, এই আয় দিয়ে ছবিটি পিছনে ফেলেছে জনপ্রিয় ছবি ‘সাইয়ারা’-র প্রথম দিনের ২১.৫ কোটি টাকার কালেকশনকেও।

ছবিটি পরিচালনা করেছেন আদিত্য ধর। মুক্তির আগেই অ্যাকশননির্ভর বিষয়বস্তু, ভারী স্টারকাস্ট এবং উচ্চ বাজেটের কারণে ছবিটি নিয়ে ছিল আলাদা উন্মাদনা। তবে দিনের শুরুতে শো–অকুপ্যান্স মাঝারি হওয়ায় অনেকেই ভেবেছিলেন, হয়তো প্রত্যাশিত ওপেনিং নাও হতে পারে।

কিন্তু দুপুরের পর থেকেই পরিস্থিতি বদলে যায়। প্রথম শো দেখার পর দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া এবং সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া রিভিউ সন্ধ্যার শো–গুলোতে ভিড় বাড়িয়ে দেয়। দেশের বহু প্রেক্ষাগৃহে রাতের শো হাউসফুল হয়ে যায়।

এদিকে অ্যাডভান্স বুকিং থেকেও ছবিটি পায় ৯–১০ কোটি টাকা। মুক্তির আগের দুই দিন টিকিট বিক্রি আরও বেড়ে যায়, যা প্রথম দিনের বিশাল আয় নিশ্চিত করে।

ছবিটিতে রণবীর সিংয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, অক্ষয় খান্না, আর মাধবন ও সারা অর্জুন। বিশ্লেষকদের মতে, এত বড় স্টারকাস্ট ও অ্যাকশনভরা গল্পই দর্শকদের হলে টেনে এনেছে।

এই আয় দিয়ে ‘ধুরন্ধর’ শুধু ‘সাইয়ারা’-কেই নয়, রণবীরের ব্লকবাস্টার ছবি ‘সিম্বা’ এবং ‘পদ্মাবত’-এর ওপেনিং রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। ফলে ট্রেড অ্যানালিস্টদের মতে, রণবীরের ক্যারিয়ারের অন্যতম সেরা সাফল্যের সূচনা হলো এই চলচ্চিত্রের মাধ্যমে।

এখন সবার নজর সপ্তাহান্তের দিকে। একই প্রবণতা বজায় থাকলে খুব দ্রুতই ছবিটি ১০০ কোটির ক্লাবে প্রবেশ করতে পারে। দেশের অনেক শহরে ইতোমধ্যেই শো–অকুপ্যান্স বাড়ছে, যা ছবির প্রযোজনা সংস্থার জন্য দারুণ আশাব্যঞ্জক।

সব মিলিয়ে বছরের শেষে বলিউডে নতুন উচ্ছ্বাস ফিরিয়ে এনেছে ‘ধুরন্ধর’। অ্যাকশন, গল্প, অভিনয়—সব দিক থেকেই দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়োচ্ছে রণবীরের এই নতুন সিনেমা।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা
নির্বাচনে ৮৯% সাংবাদিক নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায়: জরিপ
১২ ডিসেম্বর পর্যন্ত মেডিকেল কোচিং সেন্টার বন্ধ
৬ ডিসেম্বর ১৯৭১ : বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ভারত ও ভুটান
জুলাই আন্দোলনের অজ্ঞাত ১১৪ শহীদের পরিচয় শনাক্তে সিআইডির উদ্যোগ
জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীরা বই পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
সেন্টমার্টিন থেকে ১৮৫০ কেজি বর্জ্য অপসারণ করল কেওক্রাডং
বিএনপি ‘প্রতিশ্রুতির রাজনীতিতে’ বিশ্বাসী: রিজভী
খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত
সিএমপির সব থানার ওসি রদবদল
যে কারণে আমরা মুক্তিযুদ্ধ করতে পেরেছি
৬৪ জেলায় ৬৪ বন্যপ্রাণী কর্মীকে স্বীকৃতি দেবে সরকার
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তফসিল চূড়ান্ত
ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু