সাধারণ মানুষের রক্ত দিয়ে কেনা স্বাধীনতা
একাত্তর সালে আমাদের ইতিহাস যতটা মৌলিকভাবে পরিবর্তিত হয়েছে, তা অন্য কোনো সময় হয়নি। এর কারণ হচ্ছে একাধিক সংগ্রামের ধারা আমাদের ইতিহাসে ছিল। সেই ধারাগুলো মূলত বিভিন্ন শ্রেণি, যারা অসুবিধা বা সুবিধার মধ্যে পড়ে আন্দোলন করেছেন তারা একদম চরম পর্যায়ে পৌঁছান একাত্তরে।