বিচারকের স্ত্রীর সঙ্গে পাঁচ বছরের পরকীয়া—দাবি ঘাতক লিমনের
রাজশাহীতে বিচারকের ছেলে সুমন (১৫) খুন। ঘাতক লিমনের দাবি—বিচারকের স্ত্রীর সঙ্গে পাঁচ বছরের পরকীয়া। হত্যার আগে লুসি থানায় জিডি করেছিলেন। ঘটনাস্থলে লুসি গুরুতর আহত, লিমনও আহত অবস্থায় হাসপাতালে।পুলিশ বলছে—সবকিছু যাচাই করে তদন্ত চলছে।