পদ্মায় ধরা পড়ল ১০ কেজির ওজনের আইড়
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ১৪:৪৫, ৭ ডিসেম্বর ২০২৫
পদ্মায় ধরা পড়ল ১০ কেজির ওজনের আইড় মাছ। ছবি: সংগৃহীত
রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১০ কেজি ওজনের এক আইড় মাছ। রবিবার (৭ ডিসেম্বর) সকাল ৮টার দকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাট সংলগ্ন চর কুশাহাটা এলাকা থেকে মাছটি ওঠে জালে।
এমন বিশাল আইড় ধরা পড়ার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়।
মাছটি সরাসরি আনা হয় দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছের মহাজন আনু খাঁর আড়তে। সেখানে দেখতেই মুহূর্তে ভিড় জমায় উৎসুক জনতা। অনেকেই মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করেন।
আড়ৎদার আনু খাঁ জানান,“জেলের কাছ থেকে কেজি প্রতি ২ হাজার ২০০ টাকা দরে মাছটি কিনেছি। মোট দাম দাঁড়ায় ২২ হাজার টাকা। পরে নিলাম করা হলেও বিক্রি না হওয়ায় মাছটি আমরা গোয়ালন্দ বাজারে পাঠিয়েছি।”
পদ্মার আইড় মাছ সাধারণত বড় আকৃতির হয়ে থাকে, তবে ১০ কেজির মাছ এখন খুব কমই জালে ধরা পড়ে। এজন্যই মাছটি ঘাটে আসার পর স্থানীয়দের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
