যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের ভিসা : সামাজিক যোগাযোগমাধ্যম পাবলিক করতে বললো দূতাবাস
সমাজকাল
প্রকাশ: ১৪:২৮, ২৬ জুন ২০২৫

যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের ভিসা : সামাজিক যোগাযোগমাধ্যম পাবলিক করতে বললো দূতাবাস, যুক্তরাষ্ট্রে পড়তে ইচ্ছুক এফ, এম, ও জে ভিসার আবেদনকারীদের জন্য ঢাকাস্থ মার্কিন দূতাবাস জরুরি নির্দেশনা দিয়েছে, আবেদন প্রক্রিয়া সহজ করতে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল পাবলিক করার পরামর্শ।
নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা বা বিনিময় কর্মসূচিতে অংশ নিতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস। এফ, এম ও জে শ্রেণির নন-ইমিগ্র্যান্ট ভিসার আবেদনকারীদের ক্ষেত্রে এই নির্দেশনা প্রযোজ্য।
বৃহস্পতিবার (২৬ জুন) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনকারীদের তাদের সকল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের গোপনীয়তা সেটিং ‘পাবলিক’ করতে হবে। এই পদক্ষেপটি আবেদনকারীর পরিচয় ও যুক্তরাষ্ট্রে প্রবেশের উপযুক্ততা যাচাইয়ের প্রক্রিয়া সহজ ও কার্যকর করতে সহায়তা করবে।
কোন কোন ভিসার জন্য প্রযোজ্য?
এফ (F) ভিসা:
এফ-১ ভিসা: একাডেমিক শিক্ষা যেমন বিশ্ববিদ্যালয় বা কলেজে ডিগ্রি প্রোগ্রামের জন্য।
এফ-২ ভিসা: এফ-১ ভিসাধারীর স্বামী/স্ত্রী ও ২১ বছরের নিচে অবিবাহিত সন্তানের জন্য।
এম (M) ভিসা:
এম-১ ভিসা: বৃত্তিমূলক বা টেকনিক্যাল শিক্ষা গ্রহণকারীদের জন্য, যেমন ট্রেড স্কুল।
এম-২ ভিসা: এম-১ ভিসাধারীর পরিবারের সদস্যদের জন্য।
জে (J) ভিসা:
এই ভিসা সাধারণত বিভিন্ন এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নেওয়া শিক্ষার্থী বা গবেষকদের জন্য দেওয়া হয়ে থাকে।
যুক্তরাষ্ট্র সরকার জানায়, এখন থেকে সোশ্যাল মিডিয়া যাচাই ভিসা যাচাই প্রক্রিয়ার নিয়মিত অংশ। এটি আবেদনকারীদের নিরাপত্তা যাচাই দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে সহায়ক হবে।
দূতাবাসের পরামর্শ:
“নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো পাবলিক করে দিন যাতে নিরাপত্তা যাচাই সহজ হয় এবং আপনার ভিসা প্রক্রিয়ায় বিলম্ব না ঘটে।