বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

| ১২ ভাদ্র ১৪৩২

কুয়েতে সহজ হলো ফ্যামেলি ও ট্যুরিস্ট ভিসা

সমাজকাল ডেস্ক

প্রকাশ: ১৪:২৭, ২৭ আগস্ট ২০২৫

কুয়েতে সহজ হলো ফ্যামেলি ও ট্যুরিস্ট ভিসা

মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ কুয়েত। দেশটির উন্নয়ন ও অবকাঠামো খাতে বিপুল অবদান রেখে আসছেন বিভিন্ন দেশের প্রবাসীরা। দীর্ঘদিন ধরে ফ্যামেলি ও ট্যুরিস্ট ভিসা পাওয়ার ক্ষেত্রে কঠোর নীতি অনুসরণ করলেও এবার সেসব নিয়ম শিথিল করেছে কুয়েত সরকার।

সহজ হলো পরিবার আনার সুযোগ

নতুন নীতিমালা অনুযায়ী, কুয়েতে বসবাসরত প্রবাসীরা এখন পরিবারের সদস্যদের তুলনামূলক সহজে ফ্যামেলি অথবা ট্যুরিস্ট ভিসায় নিয়ে আসতে পারবেন। এতে প্রবাসীদের পরিবার পুনর্মিলনের সুযোগ সৃষ্টি হয়েছে। তবে ট্যুরিস্ট বা ফ্যামেলি ভিসাধারীরা কোনোভাবেই কাজের ভিসায় পরিবর্তন করতে পারবেন না এবং এসব ভিসায় কুয়েতে চাকরি করা যাবে না।

জিসিসি দেশের প্রবাসীদের জন্য সুবিধা

সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাতসহ জিসিসিভুক্ত ছয়টি দেশে বৈধ ভিসাধারী প্রবাসীদের জন্যও চালু করা হয়েছে কুয়েতের ট্যুরিস্ট ভিসা। অনলাইনের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য জমা দিয়ে যাচাই–বাছাই সম্পন্ন করার পর মাত্র ৩ কুয়েতি দিনার ফি দিয়ে ১ মাস মেয়াদি ভিসা পাওয়া যাবে।

পরিবার–আত্মীয়দের সঙ্গে দেখা সাক্ষাতের সুযোগ

নতুন নিয়মের ফলে ব্যবসায়িক উদ্দেশ্য ছাড়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা প্রবাসীদের জন্য পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুদের সঙ্গে দেখা করার সুযোগ তৈরি হয়েছে। ফলে সামাজিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি প্রবাসীদের জন্য তৈরি হয়েছে স্বস্তির পরিবেশ।

কুয়েতের লক্ষ্য

সরকার একদিকে দেশটিকে আরও বিনিয়োগবান্ধব ও পর্যটকবান্ধব করতে চাইছে, অন্যদিকে প্রবাসীদের জন্য নতুন সুযোগ উন্মুক্ত করছে। এতে কুয়েতের অর্থনীতি যেমন বহুমুখী সুবিধা পাবে, তেমনি প্রবাসীদের জীবনও কিছুটা সহজ হবে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: