শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

| ১১ আশ্বিন ১৪৩২

মালয়েশিয়ায় ২১তম হালাল শোকেসে বাংলাদেশ

আসিয়ান বাজারে বাড়ছে রপ্তানি সম্ভাবনা

প্রবাস ডেস্ক

প্রকাশ: ১৮:১৯, ১৮ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৯:১৮, ১৮ সেপ্টেম্বর ২০২৫

আসিয়ান বাজারে বাড়ছে রপ্তানি সম্ভাবনা

বিশ্বের বৃহত্তম হালাল প্রদর্শনী হিসেবে পরিচিত মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেস (MIHAS)–এর ২১তম আসরে অংশ নিয়েছে বাংলাদেশ। ১৭ থেকে ২০ সেপ্টেম্বর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত এই চার দিনব্যাপী প্রদর্শনীতে বাংলাদেশের প্যাভিলিয়ন উদ্বোধন করেন রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মহাপরিচালক-১ বেবী রাণী কর্মকার এবং বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা।

বাংলাদেশি প্রতিষ্ঠান ও পণ্য
রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে এবার বাংলাদেশের ৮টি শিল্প প্রতিষ্ঠান এবং বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) অংশ নিচ্ছে। প্রদর্শনীতে বাংলাদেশের তৈরি পোশাক, সিরামিক, ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, প্লাস্টিকসহ বিভিন্ন রফতানিযোগ্য পণ্য তুলে ধরা হচ্ছে।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য—গ্লোবাল ক্যাপসুলস লিমিটেড.এপেক্স কনভিনিয়েন্স ফুডস লিমিটেড, রিমার্ক এইচবি লিমিটেড, নওরিস ফুডস লিমিটেড। এসব প্রতিষ্ঠান মালয়েশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার সুযোগ পাচ্ছে।

রপ্তানি সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আসিয়ান অঞ্চলে বাংলাদেশের পণ্যের বাজার সম্প্রসারণে এই ধরনের প্রদর্শনী অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু বাংলাদেশের হালাল পণ্যের বিশ্বব্যাপী চাহিদা পূরণে সহায়ক হবে না, বরং নতুন রপ্তানি বাজার তৈরির সুযোগও করে দেবে।

বাংলাদেশ এর আগে দুইবার এই প্রদর্শনীতে অংশ নিয়েছে। এবার তৃতীয়বারের মতো অংশগ্রহণ করছে। ভবিষ্যতে আরও বেশি প্রতিষ্ঠানকে যুক্ত করতে রফতানি উন্নয়ন ব্যুরো এবং বাংলাদেশ হাইকমিশন সক্রিয়ভাবে কাজ করছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন