সিরাপ কাণ্ডে ভয়ঙ্কর অনিয়ম
বিষাক্ত উপাদান ‘প্রোপিলিন গ্লাইকোল’ ও ‘ডাই-ইথিলিন গ্লাইকোল’
আন্তর্জজাতিক ডেস্ক
প্রকাশ: ১৭:৪৯, ৭ অক্টোবর ২০২৫

ভারতের মধ্যপ্রদেশ ও রাজস্থানে ‘বিষাক্ত’ কাশির সিরাপ ‘কোল্ডরিফ’ খেয়ে ১৪ জন শিশু মৃত্যুর ঘটনায় দেশজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। ইতিমধ্যেই মধ্যপ্রদেশের চিকিৎসক প্রবীণ সোনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে তামিলনাড়ুর ড্রাগ কন্ট্রোল দফতর, যা জনস্বাস্থ্যের ভয়াবহ চিত্র তুলে ধরেছে।
তদন্তে জানা গেছে, ‘কোল্ডরিফ’ সিরাপ তৈরির কারখানায় ন্যূনতম স্বাস্থ্যবিধিও মানা হয়নি। পুরো পরিবেশ ছিল নোংরা ও অস্বাস্থ্যকর। রিপোর্টে উল্লেখ আছে, ৩৫০টিরও বেশি নিয়ম ভঙ্গের প্রমাণ মিলেছে। দক্ষ কর্মীর ঘাটতি, অপর্যাপ্ত যন্ত্রপাতি এবং নিরাপদ উৎপাদন ব্যবস্থার অভাব ছিল মারাত্মক পর্যায়ে।
বিষাক্ত উপাদানের প্রমাণ: ‘প্রোপিলিন গ্লাইকোল’ ও ‘ডাই-ইথিলিন গ্লাইকোল’
সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো, এই সিরাপে ‘প্রোপিলিন গ্লাইকোল’ ও ‘ডাই-ইথিলিন গ্লাইকোল’ নামে বিষাক্ত উপাদান পাওয়া গেছে। সাধারণত প্রোপিলিন গ্লাইকোল সীমিত পরিমাণে ওষুধ, খাদ্য ও প্রসাধনী দ্রব্যে ব্যবহারযোগ্য হলেও, এর অতিরিক্ত উপস্থিতি প্রাণঘাতী হয়ে ওঠে।
তদন্তে দেখা গেছে, ওই সংস্থা ৫০ কেজি প্রোপিলিন গ্লাইকোল কিনেছে কোনও বৈধ ইনভয়েস ছাড়াই—যা সম্পূর্ণ বেআইনি।
রাজ্যজুড়ে সতর্কতা ও নিষেধাজ্ঞা
এই ঘটনার পর একাধিক রাজ্য সরকার জরুরি ব্যবস্থা নিয়েছে।
মধ্যপ্রদেশ প্রশাসন কোল্ডরিফ সিরাপ বিক্রি ও ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে।
কেরালা স্বাস্থ্য দফতর নির্দেশ দিয়েছে, ১২ বছরের কম বয়সি শিশুদের চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া কোনও ওষুধ দেওয়া যাবে না।
কর্নাটক সরকারও হাসপাতাল ও ক্লিনিকগুলোকে পরামর্শ দিয়েছে, দুই বছরের নিচের শিশুদের কাশি বা ঠান্ডার সিরাপ না দিতে।
এই পরিস্থিতিতে মঙ্গলবার সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী বিশাল তিওয়ারি।
তার প্রধান দাবি—একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে বিশেষজ্ঞ কমিটি গঠন করে সিবিআই তদন্ত করা হোক।গোটা দেশে ‘বিষাক্ত’ কোল্ডরিফ সিরাপ নিষিদ্ধ ঘোষণা করা হোক।সমস্ত ব্যাচ বাজার থেকে প্রত্যাহার করে নেওয়ার নির্দেশ দেওয়া হোক।
মামলাকারীর মতে, কীভাবে এই নিম্নমানের ও প্রাণঘাতী সিরাপের অনুমোদন দেওয়া হলো, তা গভীরভাবে তদন্ত করা প্রয়োজন। পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে কেন্দ্রীয় সরকারকে কঠোর ও কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হোক।
সূত্র : ইন্ডিয়া টুডে