রোববার, ১৬ নভেম্বর ২০২৫

| ২ অগ্রাহায়ণ ১৪৩২

‘এভিডেন্স অ্যাম্বাসেডর’ স্বীকৃতি পেল বিএমইউ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১:২২, ৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ২৩:৫২, ৮ অক্টোবর ২০২৫

‘এভিডেন্স অ্যাম্বাসেডর’ স্বীকৃতি পেল বিএমইউ

প্রমাণভিত্তিক চিকিৎসাসেবায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। ’ওয়ার্ল্ড এভিডেন্স-বেইসড হেলথকেয়ার (ইবিএইচসি) ডে’ ২০২৫ সালের জন্য আনুষ্ঠানিকভাবে বিএমইউকে ‘এভিডেন্স অ্যাম্বাসেডর’ হিসেবে এই স্বীকৃতি দিয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) ‘ওয়ার্ল্ড ইবিএইচসি ডে’র ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

বুধবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়, এই স্বীকৃতির ফলে বিশ্বে যে সব প্রতিষ্ঠান প্রমাণভিত্তিক স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করছে, বিএমইউ বিশ্বের সেসব খ্যাতনামা প্রতিষ্ঠানগুলোর কাতারে স্থান পেল। এভিডেন্স অ্যাম্বাসেডর হিসেবে এই স্বীকৃতি বিএমইউ এর গবেষণা, চিকিৎসা উৎকর্ষতা, এবং তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণে অবিচল অঙ্গীকারের প্রতিফলন।

প্রমাণভিত্তিক চিকিৎসায় বিশেষ অবদানের জন্য বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমকে ভিডিওগ্রাফি ক্যাটাগরিতে ও প্রতিষ্ঠানভিত্তিক মান নিয়ন্ত্রণ সেলের (আইকিউএসি) অতিরিক্ত পরিচালক ডা. দীনে মুজাহিদ ফারুক ওসমানীকে ভিজ্যুয়াল মিডিয়া ক্যাটাগরিতে অ্যাম্বাসেডর হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় জানায়, বিশিষ্ট লিভার রোগ বিশেষজ্ঞ ও বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বিশ্ববিদ্যালয়ে প্রমাণভিত্তিক স্বাস্থ্যসেবার উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের সহায়তায় ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে এভিডেন্স বেইজড মেডিসিন বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে এবং এই কার্যক্রম চলমান রয়েছে।

তারা আরও জানায়, ভিডেন্স বেইজড মেডিসিন প্র্যাকটিস বা প্রমাণভিত্তিক চিকিৎসাবিদ্যার চর্চা চিকিৎসা ব্যয় কমাতে ভূমিকা রাখবে এবং একই রোগীর ক্ষেত্রে বিভিন্ন চিকিৎসকের প্রেসক্রিপশনে লিখিত ওষুধ ও ইনভেস্টিগেশনে বড় ধরনের পার্থক্য এড়ানো সম্ভব হবে। এ ছাড়া মেডিক্যাল অডিট ও ক্লিনিক্যাল অডিট বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান আহরণসহ বিজ্ঞানভিত্তিক চিকিৎসা চর্চায় এভিডেন্স বেইজড মেডিসিনের বিরাট গুরুত্ব রয়েছে, যা চিকিৎসাসেবা, চিকিৎসা শিক্ষা ও গবেষণায় গুণগত মানবৃদ্ধির মাধ্যমে সামগ্রিক স্বাস্থ্য খাতের উন্নয়নে বড় পরিবর্তন সাধন করবে।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন সেই খাদিজা
পঞ্চগড়-১ আসনে এনসিপির মনোনয়ন নিলেন সারজিস আলম
শিক্ষক আন্দোলনে সাউন্ড গ্রেনেডে আহত সহকারী শিক্ষিকা ফাতেমা আক্তারের মৃত্যু
বাহরাইনে জাতিসংঘ সমন্বয়কের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক
ছয় জেলায় নতুন এসপি
শাহজালাল বিমানবন্দরে পুশকার্টের ধাক্কায় ক্ষতিগ্রস্ত এয়ার ইন্ডিয়ার প্লেন
হাসিনার রায়ের দিন ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে চিঠি
প্রাথমিকভাবে আনুমানিক ৮০০ সেনা যাবে কাতার
ককটেল নিক্ষেপ–আগুন দিলে গুলির নির্দেশ: ডিএমপি কমিশনার
সংসদে ৩৩ শতাংশ নারী আসন ও সরাসরি নির্বাচনের দাবি নারীপক্ষের
ভুয়া ভিডিও নিয়ে জরুরি সতর্কবার্তা দিল অর্থ মন্ত্রণালয়
বালুময় মরুর বুকে সৌদি ফ্যাশনের নবজাগরণ
পার্বতীপুরে ফের সরকারি আশ্রয়ন প্রকল্পে ১০ ঘরে অগ্নিকান্ড
ভিসা বিষয়ে ব্রিটিশ হাইক‌মিশনের জরুরি সতর্কবার্তা
খুলনা-৬ আসনে ‘বেহেশতের টিকিট’ বিতর্কে উত্তপ্ত নির্বাচনী মাঠ
বেক্সিমকো টেক্সটাইল খুলছে, রিভাইভালের লিজে কাজে ফিরবেন ২৫ হাজার শ্রমিক
জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
হাসিনার রায়ের দিন মাঠে থাকার ঘোষণা জামায়াতসহ ৮ দলের
বাংলাদেশে উৎপাদন শুরু করতে যাচ্ছে এআই প্রযুক্তি ব্র্যান্ড অনার
বিচারকদের নিরাপত্তা বাড়াতে হাইকোর্টে রিট