মানববন্ধনে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের
ষড়যন্ত্রকারী উপদেষ্টাদের তালিকা আছে, না সরালে মুখোশ খুলে দিতে বাধ্য হবো
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২:০২, ১৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ২৩:০৫, ১৪ অক্টোবর ২০২৫

জাতীয় নির্বাচনের আগে প্রশাসনে দলীয়করণ বন্ধ এবং ষড়যন্ত্রে জড়িত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের অপসারণের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন, “আমাদের কাছে ষড়যন্ত্রকারী উপদেষ্টাদের তালিকা আছে। তাদের বক্তব্যের অডিও রেকর্ডও রয়েছে। যদি অবিলম্বে তাদের সরানো না হয়, তাহলে জাতির সামনে মুখোশ খুলে দিতে আমরা বাধ্য হবো।”
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর মৎস্য ভবন মোড়ে আয়োজিত মানববন্ধনে এ কথা বলেন তিনি। পাঁচ দফা দাবিতে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে জামায়াত। পাঁচ দফা দাবির অন্যতম আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি জাতীয় সনদে অন্তর্ভুক্ত করতে নির্বাচনপূর্ব গণভোট আয়োজন।
সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিভিল ও পুলিশ প্রশাসনে একটি বিশেষ দলের অনুগতদের বসিয়ে ‘নীলনকশার নির্বাচন’ করার ষড়যন্ত্র করছেন।
প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, “আপনি যদি ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে না পারেন, আমরা তালিকা দিতে প্রস্তুত। আমরা চাই আপনি দায়িত্ব নিন, নইলে ভবিষ্যতের দায় আপনার কাঁধেই যাবে।”
জামায়াতের এই নেতা বলেন, “এখনো সময় আছে সংশোধনের। তা না হলে কাদের কণ্ঠে কী ষড়যন্ত্র হচ্ছে- সব আমরা জাতির সামনে তুলে ধরবো।”
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে ডা. তাহের বলেন, ‘আপনারা জানেন, নির্বাচনের সুষ্ঠুতার জন্য সরকারকে নিরপেক্ষ হতে হয়, প্রশাসনকে নিরপেক্ষ হতে হয়। সিভিল এবং পুলিশ প্রশাসনকে নিরপেক্ষভাবে ভূমিকা রাখতে হয়। কিন্তু আমরা দেখছি, সেই নিরপেক্ষ প্রশাসন ও সিভিল এবং পুলিশ প্রশাসনকে আবার দলীয়করণ করার জন্য এক মহাষড়যন্ত্র চলছে।’
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ দিন যাত্রাবাড়ী, মৎস্য ভবন, শাহবাগ, গাবতলী ও আমিন বাজার এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করে জামায়াত।