বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

ভেনিসের বন্যায় উদ্ধার ১০০ বছরের পুরোনো বই : ধ্বংস, প্রতিরোধ ও আশার প্রতিচ্ছবি

সাহিত্য ডেস্ক

প্রকাশ: ১৩:৫১, ২৮ সেপ্টেম্বর ২০২৫

ভেনিসের বন্যায় উদ্ধার ১০০ বছরের পুরোনো বই : ধ্বংস, প্রতিরোধ ও আশার প্রতিচ্ছবি

২০১৯ সালের ১২ নভেম্বর। পূর্ণিমার চাঁদ, প্রবল সাইরোক্কো হাওয়া আর ঘূর্ণিঝড়ের আঘাতে ভেনিসে নেমে আসে শতাব্দীর অন্যতম ভয়াবহ বন্যা। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এক লাফে ১.৮৯ মিটার বেড়ে গিয়ে শহরের ৮৫ শতাংশ অঞ্চল তলিয়ে যায়। এই “আক্কুয়া গ্রান্দা” (Acqua Granda) ভেনিসবাসীর কাছে শুধু একটি প্রাকৃতিক বিপর্যয় নয়, বরং সংস্কৃতি ও ইতিহাসের অস্তিত্ব সংকটের প্রতীক হয়ে ওঠে।

ধ্বংসস্তূপে বইয়ের জীবন

ইতালীয় আলোকচিত্রী পাত্রিজিয়া জেলানো সেই রাতে খবর শুনে ভোরেই ছুটে আসেন রিমিনি থেকে ভেনিসে। স্ট্রাডা নোভা দিয়ে হাঁটতে হাঁটতে যখন তিনি পৌঁছান, চারপাশে ভাসমান চেয়ার, টেবিল আর ভেজা আসবাবের স্তূপ। কিন্তু তাঁর চোখ থেমে যায় বইয়ের ওপর। পানিতে ভিজে শক্ত হয়ে যাওয়া পৃষ্ঠাগুলো তাঁকে মনে করিয়ে দেয় যেন কোনো প্রাগৈতিহাসিক নিদর্শন।

জেলানো নিজের উদ্যোগে স্থানীয় বইবিক্রেতা লিনো ফ্রিৎসোর দোকান Acqua Alta থেকে ক্ষতিগ্রস্ত বই সংগ্রহ করেন। ১৯০০ সালের শুরুর দিকের প্রায় ৪০টি বই তিনি নিয়ে আসেন। অনেক বই হাতে নিতেই ভেঙে যাচ্ছিল, তবে প্রতিটি বই-ই যেন ইতিহাসের ভিন্ন ভিন্ন সাক্ষ্য।

প্রতিরোধের প্রতীক ফটোগ্রাফি

নিজের স্টুডিওতে ফিরে তিনি প্রাকৃতিক আলোয় বইগুলোর ছবি তোলেন। ফোলা পাতাগুলো সমুদ্রের ঢেউয়ের মতো, আবার কোথাও দেখা যায় অশ্রুবিন্দুর মতো জলকণা। একটি ১৯৪৯ সালের Treccani বিশ্বকোষে রোমের ক্যাটাকোম্বের “জিনিয়াস” প্রতীকের ছবি ফুটে ওঠে—যা তাঁর কাছে ছিল সুরক্ষার প্রতীক।

“এই বইগুলো আসলে কাঁদছে,” বলেন জেলানো। তবে তাঁর চোখে এগুলো কেবল ক্ষয় নয়, বরং পুনর্জাগরণ। ধ্বংসের ভেতর থেকেও তিনি খুঁজে পান আশা, প্রতিরোধ আর সংস্কৃতির প্রতি মমত্ববোধ।

জলবায়ু পরিবর্তন ও ভবিষ্যতের সতর্কবার্তা

নাসার তথ্য অনুযায়ী ২০২৪ সালে বৈশ্বিক সমুদ্রপৃষ্ঠ প্রতিবছর প্রায় ৫.৯ মিমি হারে বাড়ছে। ভেনিসের ভূমি আবার বছরে ১.৫ মিমি হারে বসে যাচ্ছে। ফলে এমন বন্যা এখন আর কেবল অতীতের ট্র্যাজেডি নয়, বরং ভবিষ্যতেরও ভয়ঙ্কর বাস্তবতা। Mose flood defense system চালু হলেও বিশেষজ্ঞরা মনে করেন এটি আংশিক সমাধান মাত্র।

সংস্কৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি

জেলানোর তোলা ছবিগুলো বর্তমানে Prix Pictet-এর মতো আন্তর্জাতিক প্রদর্শনীতে আলোচিত। তার ভাষায়, “ফটোগ্রাফি destruction-কে hope-এ রূপান্তরিত করতে পারে। এটি ভিজ্যুয়াল মেমরি, যেখানে জ্ঞানকে বাঁচিয়ে রাখা হয় এবং ধ্বংস থেকে অর্থ তৈরি হয়।”

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু