বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

সালমানের কারণে ফ্লপ ‘সিকান্দর’?

পরিচালকের কটাক্ষে মুখ খুললেন ‘ভাইজান’

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯:৩১, ১৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ০৩:০২, ১৫ অক্টোবর ২০২৫

পরিচালকের কটাক্ষে মুখ খুললেন ‘ভাইজান’

‘বজরঙ্গী ভাইজানের’ পর থেকে বলিউডে সালমান খানকে ‘ভাইজান’ বলেই ডাকে সবাই। তাছাড়া ওই সিনেমার পর সালমানের হিট ছবিও যেন একটাও নেই।

অনেক ঢাকঢোল পিটিয়ে বড় বাজেটে আরেকটা ছবি ‘সিকান্দার’ সাম্প্রতিক সময়ে মুক্তি পেয়েছে। কিন্তু বক্স অফিসে আশানুরূপ সাফল্য পায়নি।

পরিচালক এ.আর. মুরুগাদোস ‘ব্যর্থতার’ জন্য সরাসরি সালমান খানের দিকেই ইঙ্গিত করছেন। তিনি প্রকাশ্যে মন্তব্য করেন, বড় তারকাদের নিয়ে কাজ করা বেশ কঠিন। তিনি দাবি করেন, সালমান নাকি সময়মতো শুটিং সেটে আসতেন না। এই মন্তব্য ঘিরে যখন বলিউডে শুরু হয়েছে নানা গুঞ্জন, তখনই ‘বিগ বস ১৯’-এর মঞ্চে নিজের অবস্থান পরিষ্কার করলেন সালমান খান।

এই শো চলাকালে পরিচালকের অভিযোগের জবাবে সালমান বলেন, “অনেকে ভাবে ‘সিকান্দার’ করে আমার ভীষণ অনুশোচনা হয়, কিন্তু আমার ক্ষেত্রে তা নয়। ছবির গল্পটা দারুণ ছিল। আমি বরং গর্বিত এই ছবির জন্য। আমি রাত ৯টায় সেটে যেতাম—কারণ তখন আমার হাড়গোড় ভাঙা অবস্থায় ছিল। শারীরিক অবস্থার কারণেই শুটিং টাইমে সমস্যা হতো।”

অভিনেতার এই বক্তব্যের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হয়।

আসলে পরিচালককে খোঁচা দিয়েই সালমান এই মন্তব্য করেছিলেন। সালমান আরও বলেন, “পরিচালকের সাম্প্রতিক আরেকটি ছবি ‘মধরাসী’ ভোরবেলায় শুটিং করে রেকর্ড ব্যবসা করেছে। সেটা নাকি ‘সিকান্দার’-এর থেকেও ব্লকবাস্টার। হয়তো ওটাই সঠিক ট্র্যাক, আমি ভুল ট্র্যাকে ছিলাম।”

এ সময় কৌতুকশিল্পী রবি গুপ্তা মজার ছলে জিজ্ঞেস করেন, “ভাইজান, তুমি কোন ট্র্যাকে আছো?” সালমানের একগাল হাসি দিয়ে উত্তর—“ভুল ট্র্যাকে!”

পরিচালকের অভিযোগ কী ছিল?

এ.আর. মুরুগাদোস আগে বলেন, “আমি ভোর থেকে শুটিং করতে অভ্যস্ত। কিন্তু সিকান্দার-এ মূল অভিনেতা রাত ৮টার আগে সেটে আসতেন না। ফলে পুরো ইউনিটকে রাত জেগে কাজ করতে হতো।”

এই বক্তব্যেই আগুনে ঘি ঢালে বলিউড মহল। অনেকেই মনে করেন, এই মনোমালিন্যই হয়তো ছবির প্রচারে নেতিবাচক প্রভাব ফেলেছিল।

গত কয়েক বছর ধরে সালমান খানের কোনও ছবিই ‘বজরঙ্গি ভাইজান’ বা ‘সুলতান’-এর মতো সাফল্য পায়নি। তবে তার ভক্তরা এখনও আশা রাখছেন—খুব শিগগিরই ‘ভাইজান’ ফিরবেন নিজের পুরনো রাজত্বে।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ: ডব্লিউএইচও
বুধবার থেকে শুরু অনলাইন জামিননামা প্রক্রিয়া
শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবস্থান
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু