ফের আলোচনায় হিরো আলম ও রিয়া মনি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৯:৩৫, ১৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ২১:৪৮, ১৩ অক্টোবর ২০২৫

রিয়া মনি ও হিরো আলম। ফাইল ছবি
বিনোদন জগতের আলোচিত মুখ আশরাফুল আলম ওরফে হিরো আলম এবং তার স্ত্রী রিয়া মনিকে ঘিরে ফের শুরু হয়েছে দাম্পত্য বিতর্কের নতুন অধ্যায়।
সোমবার (১৩ অক্টোবর) দুপুরে ফেসবুকে এক পোস্টে হিরো আলম লিখেন—‘রিয়া মনি নাকি আমাকে ডিভোর্স দেবে। ডিভোর্সটা দিলে একবারে সব বিষয়ে কথা বলব। আজকের সংবাদ সম্মেলনের সময়ও পরিবর্তন করা হয়েছে।‘
পোস্টটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমে এবং সেখানে হিরো আলমের ভক্তদের পাশাপাশি তার স্ত্রী রিয়া মনিও মন্তব্য করেন।
হিরো আলমের পোস্টে রিয়া মনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে লেখেন—‘যে বউ তোমাকে মেরে ফেলার পরিকল্পনা করতে পারে, তার ডিভোর্সের জন্য অপেক্ষা করছ কেন? তোমার তো তালাক দেওয়ার কথা তাকে?’
এই মন্তব্যের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানামুখী আলোচনা। নেটিজেনদের একাংশ সরাসরি রিয়া মনিকে দায়ী করতে শুরু করেন হিরো আলমের ওপর হামলার ঘটনার জন্য।
সম্প্রতি রাজধানীর আফতাবনগরে হামলার শিকার হন হিরো আলম। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
হিরো আলমের দাবি, ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে তিনটি মোটরসাইকেলে করে ছয়জন অজ্ঞাত ব্যক্তি তাকে কাশবনের ভেতর নিয়ে যায় এবং কাঠের লাঠি ও ধারালো লোহার স্কেল দিয়ে আঘাত করে। তার মোবাইল ভেঙে ফেলা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
এই ঘটনায় হিরো আলম বাড্ডা থানায় হত্যাচেষ্টার মামলা করেন, যেখানে ম্যাক্স অভি, মিথিলা ও আরও কয়েকজনকে আসামি করা হয়।
রিয়াকে নিয়ে বিতর্ক আরও বেড়ে যায় যখন দেখা যায়— হামলার সময় স্বামী হিরো আলমকে বাঁচাতে এগিয়ে যাননি, এমনকি কোনো দৃশ্যমান শোকও প্রকাশ করেননি।
এটাই প্রথম নয়, গত আগস্টেও রিয়া মনি প্রকাশ্যে হিরো আলমকে ডিভোর্স দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।
পরে সাময়িকভাবে সম্পর্কের বরফ গললেও অল্পদিনের মধ্যেই ফের উত্তেজনা দেখা দেয়।
তখনও তাদের মধ্যে নানা পারিবারিক অভিযোগ এবং সামাজিকমাধ্যমে পাল্টাপাল্টি মন্তব্যের ঝড় উঠে।
হিরো আলমের অনুসারীদের একাংশ মন্তব্য করেছেন—‘রিয়াকে রিমান্ডে নিলে সব বেরিয়ে আসবে।‘
আরেকজন লিখেছেন—`ম্যাক্স অভির সঙ্গে রিয়ার ঘনিষ্ঠতা নিয়েই এই সংঘাত শুরু।‘
অন্যদিকে, কিছু নেটিজেন রিয়াকে সমর্থন জানিয়ে বলেন, ‘সব অভিযোগই অনুমাননির্ভর, প্রমাণ ছাড়া দোষারোপ করা অন্যায়।‘