বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

প্রস্তাব পেলে বিয়েতে রাজি মালাইকা!

বিনোদন ডেস্ক 

প্রকাশ: ১৯:৩৬, ১৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ২১:৩৫, ১৩ অক্টোবর ২০২৫

প্রস্তাব পেলে বিয়েতে রাজি মালাইকা!

মালাইকা অরোরা। ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মালাইকা অরোরা সবসময়ই আলোচনার কেন্দ্রে থাকেন—চলচ্চিত্রের পর্দায় হোক কিংবা ব্যক্তিগত জীবনে। সম্প্রতি আবারও আলোচনায় উঠে এসেছেন তিনি—এবার দ্বিতীয় বিয়ে নিয়ে মন্তব্যের জন্য।

সাবেক স্বামী আরবাজ খানের জীবনে নতুন অতিথি আসার পর থেকেই নতুন করে আলোচনার ঝড় উঠেছে বলিপাড়ায়। জানা গেছে, বিচ্ছেদের পর আরবাজ খান তারকা মেকআপ আর্টিস্ট শুরা খানকে বিয়ে করেন, এবং চলতি মাসের ৫ অক্টোবর তাদের কন্যাসন্তান জন্ম নেয়। এই সুখবরের পরই নেটদুনিয়া সরগরম হয় মালাইকার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে—তিনি কি তবে নতুন জীবনের পথে পা বাড়াচ্ছেন?

সম্প্রতি ‘ঝলক দিখলা যা ১১’-এর একটি ভাইরাল ক্লিপে দেখা যায়, বিচারকের আসনে বসে আছেন মালাইকা অরোরা। 

মজার ছলে জনপ্রিয় পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খান তাকে প্রশ্ন করেন, “২০২৫-এ মালাইকা, আপনি কি সিঙ্গেল পেরেন্ট-কাম-অভিনেত্রী থেকে ডাবল পেরেন্ট-কাম-অভিনেত্রী হতে চলেছেন?”

এমন প্রশ্ন শুনে হেসে কিছুটা বিস্মিত হয়ে মালাইকা পাল্টা জবাব দেন, “এর মানে কী? আমাকে কি কাউকে কোলে নিতে হবে?”

এরপর তিনি হাসিমুখে বলেন, “যদি কেউ থাকে, আমি ১০০ শতাংশ বিয়ে করব।” এই জবাবের পর ফারাহ খান হেসে বলেন, “কেউ আছে মানে? অনেকে আছে।” তাতে মালাইকা দ্বিধাহীনভাবে উত্তর দেন, “মানে কেউ যদি বিয়ের প্রস্তাব দেয়, আমি রাজি।”

এই মন্তব্যের পর থেকেই বলিউডে নতুন গুঞ্জন—তাহলে কি মালাইকা আবারও প্রেমে পড়েছেন? নাকি তিনি সত্যিই দ্বিতীয় ইনিংসের জন্য প্রস্তুত? যদিও অভিনেত্রী নিজে এখনও কিছু স্পষ্ট করেননি, তবু তার এই ইঙ্গিতপূর্ণ উক্তিই এখন সোশ্যাল মিডিয়া ও বলিউড পাড়ার অন্যতম আলোচ্য বিষয়।

বিচ্ছেদের পরও আত্মবিশ্বাসী, প্রাণবন্ত ও স্বাধীনচেতা মালাইকা বরাবরের মতোই নিজের অবস্থানে অনন্য—যিনি প্রেম ও সম্পর্ক নিয়ে খোলামেলা বক্তব্য দিতে কখনও পিছপা হন না।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ: ডব্লিউএইচও
বুধবার থেকে শুরু অনলাইন জামিননামা প্রক্রিয়া
শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবস্থান
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু