পাশে নেই ঐশ্বরিয়া!
২৫ বছর পর সেরা অভিনেতার পুরস্কার অভিষেক বচ্চনের
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৯:১৩, ১৩ অক্টোবর ২০২৫

দীর্ঘ অভিনয়জীবনে প্রথমবারের মতো সেরা অভিনেতার পুরস্কার পেলেন বলিউড তারকা অভিষেক বচ্চন। টানা ২৫ বছরের ক্যারিয়ারে বাণিজ্যিকভাবে সফল একাধিক ছবিতে অভিনয় করলেও এবারই প্রথম তাঁর হাতে উঠল অভিনয়ের জন্য সবচেয়ে কাঙ্ক্ষিত স্বীকৃতি।
রবিবার মুম্বইয়ে আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ৪৯ বছর বয়সী অভিষেককে সেরা অভিনেতার পুরস্কারে ভূষিত করা হয়। আবেগাপ্লুত অভিষেক মঞ্চে ওঠেই পুরস্কারটি উৎসর্গ করেন তাঁর বাবা অমিতাভ বচ্চন ও কন্যা আরাধ্যা বচ্চনের নামে। তবে উপস্থিত ছিলেন মা জয়া বচ্চন, বোন শ্বেতা বচ্চন নন্দা ও ভাগ্নি নব্যা নভেলি নন্দা।
তবে এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে তাঁর জীবনের সবচেয়ে প্রিয় দুইজন—স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও কন্যা আরাধ্যা—ছিলেন না অনুষ্ঠানে। বিষয়টি ঘিরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর আলোচনা।
একজন ব্যবহারকারী লিখেছেন, “জীবনের সবচেয়ে বড় দিনে পাশে নেই ঐশ্বরিয়া! এটা অনেক কিছুই বলে দেয়।” আরেকজনের মন্তব্য—“সবচেয়ে গুরুত্বপূর্ণ নারীরাই আজ অনুপস্থিত।”
উল্লেখ্য, গত এক বছরেরও বেশি সময় ধরে অভিষেক ও ঐশ্বরিয়ার দাম্পত্য জীবনে বিচ্ছেদের গুঞ্জন বলিউডে তোলপাড় সৃষ্টি করেছে। যদিও দুজনেই এ বিষয়ে কখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। বরং বেশ কয়েকবার একসঙ্গে উপস্থিত হয়ে গুঞ্জনটিকে ‘অমূলক’ বলে প্রমাণ করতে চেয়েছেন তারা।
তবে এবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঐশ্বরিয়া ও আরাধ্যার অনুপস্থিতি যেন সেই পুরোনো প্রশ্নটাই আবার সামনে নিয়ে এসেছে—অভিষেক-ঐশ্বরিয়ার সম্পর্কে কি সত্যিই ফাটল ধরেছে?