ফেসবুক লাইভে অভিনেত্রীর আর্তনাদ
আমাকে বাঁচান, পুলিশ পাঠান
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৯:০০, ১৩ অক্টোবর ২০২৫

‘আমাকে বাঁচান, পুলিশ পাঠান, আমাকে এখান থেকে নিয়ে যান’—এই আর্তনাদই ভেসে আসে ছোট পর্দার অভিনেত্রী সানজিদা রিন্টুর ফেসবুক লাইভ থেকে। রবিবার সন্ধ্যার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তিনি কান্নাভেজা কণ্ঠে নির্যাতনের অভিযোগ করেন। কিছু সময় পরেই সেই ভিডিওটি তিনি নিজেই মুছে দেন, কিন্তু তার আগে পর্যন্ত নেটিজেনদের একাংশ ভিডিওটি রেকর্ড করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
লাইভ ভিডিওতে দেখা যায়, রিন্টুর ঘরের আসবাবপত্র ছড়িয়ে-ছিটিয়ে আছে, ভাঙা কাঁচ ও এলোমেলো অবস্থায় পুরো ঘর। পাশে বসে ছিলেন এক ব্যক্তি—যাকে রিন্টু “ডিভোর্স দেওয়া স্বামী” হিসেবে পরিচয় করান। লাইভে তিনি অভিযোগ করেন, “গত মাসে আমাকে তালাক দিয়েছে, তবুও এই বাড়ি ছাড়ছে না। প্রতিনিয়ত মারধর করছে, আজ আমাকে মেরে ফেলতে চায়। আমি ঢাকা উদ্যান ৩ নম্বর রোডে আছি—দয়া করে কেউ পুলিশ ডাকুন।”
রিন্টুর দাবি, তার স্বামীর পরিবার তার উপার্জনের টাকায় পুরো সংসার চালাতে চায়। তিনি বলেন, “আমি কাজ করব, আর তারা ভোগ করবে। প্রতিবাদ করলেই শুরু হয় মারধর।” কথা বলতে বলতে তিনি হাতে আঘাতের দাগ দেখান, যদিও ভিডিওতে তা স্পষ্ট দেখা যায়নি। কিছুক্ষণ পর তার স্বামী এসে ফোন কেড়ে নিলে লাইভটি হঠাৎ বন্ধ হয়ে যায়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই মন্তব্যে রিন্টুর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের হস্তক্ষেপ দাবি করেন। কেউ কেউ লিখেছেন, “একজন নারী লাইভে সাহায্য চাইছে, এটি অবহেলা করার মতো নয়।”
এদিকে, আমাদের সময় অনলাইনসহ বিভিন্ন গণমাধ্যম রিন্টুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়। এখনো পর্যন্ত রিন্টু বা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ঢাকা উদ্যান থানার এক সূত্র জানিয়েছে, তারা বিষয়টি সম্পর্কে অবগত এবং অভিনেত্রীর অবস্থান ও ঘটনার সত্যতা যাচাই করছে। প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।