সাংবাদিকের ভূমিকায় শুভশ্রী
‘অনুসন্ধান’ সিরিজে উন্মোচিত হবে নারী বন্দিদের রহস্য
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৯:৩২, ১২ অক্টোবর ২০২৫

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি সময়ের সঙ্গে পাল্লা দিয়ে একের পর এক নতুন চরিত্রে দর্শকদের চমকে দিচ্ছেন। বাণিজ্যিক সিনেমার প্রচলিত গণ্ডি পেরিয়ে এখন তিনি বেশি মনোযোগ দিচ্ছেন গল্পনির্ভর ও ভাবনাসমৃদ্ধ চরিত্রে।
‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর মাধ্যমে ওটিটি দুনিয়ায় শুভশ্রীর অভিষেক ছিল অত্যন্ত সফল। সেই সিরিজে অভিনয়ের জন্য ব্যাপক প্রশংসা পান তিনি। এবার আবারও দর্শকরা তাকে দেখতে পাবেন একেবারে ভিন্ন রূপে—একজন অনুসন্ধানী সাংবাদিক হিসেবে।
নতুন ওয়েব সিরিজটির নাম ‘অনুসন্ধান’, পরিচালনা করেছেন অদিতি রায়। গল্প আবর্তিত হয়েছে এক জেলখানাকে ঘিরে, যেখানে একের পর এক নারী বন্দি রহস্যজনকভাবে গর্ভবতী হয়ে পড়ছে—যেখানে কোনো পুরুষের উপস্থিতিই নেই। এই অদ্ভুত ও স্পর্শকাতর ঘটনার সূত্র ধরে অনুসন্ধানে নামে এক সাংবাদিক, আর সেই ভূমিকায় অভিনয় করছেন শুভশ্রী গাঙ্গুলি।
এই রহস্য উদ্ঘাটনের যাত্রায় শুভশ্রীর চরিত্রটি হয়ে উঠেছে পুরো সিরিজের মূল চালিকাশক্তি। সহশিল্পী হিসেবে রয়েছেন সাহেব চট্টোপাধ্যায়, স্বাগতা মুখোপাধ্যায়, সাগ্নিক চট্টোপাধ্যায়, সৌম্য বন্দ্যোপাধ্যায় প্রমুখ। দীর্ঘ বিরতির পর এই সিরিজের মাধ্যমে অভিনয়ে ফিরছেন অরিত্র দত্ত বণিকও।
‘অনুসন্ধান’ মুক্তি পাবে আগামী ৭ নভেম্বর ডিজিটাল প্ল্যাটফর্ম হইচই-এ। শুভশ্রীর এই নতুন চরিত্র ইতিমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।