সেরা অভিনেতার পুরস্কার ঐশ্বরিয়া-আরাধ্যকে উৎসর্গ অভিষেকের
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৯:২০, ১৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ২২:১২, ১৩ অক্টোবর ২০২৫

ঐশ্বরিয়া রাই ও আরাধ্য। ছবি: সংগৃহীত
বলিউডের সবচেয়ে আলোচিত দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইকে নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে বিচ্ছেদের গুঞ্জন। কিন্তু সেই সব জল্পনা এবার ভেসে গেল অভিষেকের আবেগঘন এক বক্তব্যে। রবিবার রাতে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড মঞ্চে সেরা অভিনেতার পুরস্কার জিতে অভিষেক এই সম্মান উৎসর্গ করেন স্ত্রী ঐশ্বরিয়া ও কন্যা আরাধ্যকে।
পুরস্কার হাতে নিয়ে অভিষেক বচ্চন বলেন, “ঐশ্বরিয়া আর আরাধ্য, তোমাদের ধন্যবাদ আমাকে স্বপ্নপূরণের পথে এগিয়ে দেওয়ার জন্য। আশা করি, এই পুরস্কারের মধ্যে তোমরা নিজেদের ত্যাগের সার্থকতা খুঁজে পাবে। তোমাদের জন্যই আমি আজ এখানে দাঁড়াতে পেরেছি।”
তিনি আরও যোগ করেন, “আমার জীবনের প্রতিটি ধাপে তোমাদের ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করেছে। এই পুরস্কার কেবল আমার নয়—এটা আমাদের তিনজনের যৌথ অর্জন।”
‘আই ওয়ান্ট টু টক’: বাবার গল্পে ছুঁয়ে গেল দর্শকদের মন
সুজিত সরকারের পরিচালনায় ‘আই ওয়ান্ট টু টক’ ছবির জন্যই অভিষেক বচ্চন পেয়েছেন তার ক্যারিয়ারের প্রথম ফিল্মফেয়ার সেরা অভিনেতা পুরস্কার। ছবিতে তিনি অভিনয় করেছেন এক অসুস্থ বাবার চরিত্রে, যিনি জীবনের শেষপ্রান্তে এসে মেয়ের সঙ্গে সম্পর্কটা নতুনভাবে গড়ে তুলতে চান।
এই ছবির গল্পে ফুটে উঠেছে এক বাবার আত্মসমালোচনা, ভালোবাসা আর সম্পর্কের পুনর্জন্ম। সমালোচকরা বলছেন, এটি অভিষেকের ক্যারিয়ারের সবচেয়ে সংবেদনশীল এবং পরিণত অভিনয়।
পুরস্কার গ্রহণের সময় অভিষেক তার বাবা অমিতাভ বচ্চনকেও স্মরণ করেন। তিনি বলেন, “আমি আজ এখানে দাঁড়াতে পেরেছি কারণ আমার বাবা আমাকে শিখিয়েছেন, কখনও হাল ছেড়ো না।”
বাবা-মেয়ের কাহিনিনির্ভর এই সিনেমা যেমন দর্শকের হৃদয় ছুঁয়েছে, তেমনই পুরস্কার মঞ্চে অভিষেকের বক্তব্যও নতুন করে জোড়া লাগিয়েছে বচ্চন পরিবারের আবেগের বন্ধন।
গত কয়েক মাস ধরেই সামাজিক মাধ্যমে অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদের গুঞ্জন ছড়ায়। কিন্তু ‘ফিল্মফেয়ার’ মঞ্চে অভিষেকের এই আবেগপূর্ণ উৎসর্গ যেন স্পষ্ট করে দিল—তাদের সম্পর্কের বন্ধন এখনও অটুট।