বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

সেরা অভিনেতার পুরস্কার ঐশ্বরিয়া-আরাধ্যকে উৎসর্গ অভিষেকের

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯:২০, ১৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ২২:১২, ১৩ অক্টোবর ২০২৫

সেরা অভিনেতার পুরস্কার ঐশ্বরিয়া-আরাধ্যকে উৎসর্গ অভিষেকের

ঐশ্বরিয়া রাই ও আরাধ্য। ছবি: সংগৃহীত

বলিউডের সবচেয়ে আলোচিত দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইকে নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে বিচ্ছেদের গুঞ্জন। কিন্তু সেই সব জল্পনা এবার ভেসে গেল অভিষেকের আবেগঘন এক বক্তব্যে। রবিবার রাতে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড মঞ্চে সেরা অভিনেতার পুরস্কার জিতে অভিষেক এই সম্মান উৎসর্গ করেন স্ত্রী ঐশ্বরিয়া ও কন্যা আরাধ্যকে।

পুরস্কার হাতে নিয়ে অভিষেক বচ্চন বলেন, “ঐশ্বরিয়া আর আরাধ্য, তোমাদের ধন্যবাদ আমাকে স্বপ্নপূরণের পথে এগিয়ে দেওয়ার জন্য। আশা করি, এই পুরস্কারের মধ্যে তোমরা নিজেদের ত্যাগের সার্থকতা খুঁজে পাবে। তোমাদের জন্যই আমি আজ এখানে দাঁড়াতে পেরেছি।”

তিনি আরও যোগ করেন, “আমার জীবনের প্রতিটি ধাপে তোমাদের ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করেছে। এই পুরস্কার কেবল আমার নয়—এটা আমাদের তিনজনের যৌথ অর্জন।”

‘আই ওয়ান্ট টু টক’: বাবার গল্পে ছুঁয়ে গেল দর্শকদের মন

সুজিত সরকারের পরিচালনায় ‘আই ওয়ান্ট টু টক’ ছবির জন্যই অভিষেক বচ্চন পেয়েছেন তার ক্যারিয়ারের প্রথম ফিল্মফেয়ার সেরা অভিনেতা পুরস্কার। ছবিতে তিনি অভিনয় করেছেন এক অসুস্থ বাবার চরিত্রে, যিনি জীবনের শেষপ্রান্তে এসে মেয়ের সঙ্গে সম্পর্কটা নতুনভাবে গড়ে তুলতে চান।

এই ছবির গল্পে ফুটে উঠেছে এক বাবার আত্মসমালোচনা, ভালোবাসা আর সম্পর্কের পুনর্জন্ম। সমালোচকরা বলছেন, এটি অভিষেকের ক্যারিয়ারের সবচেয়ে সংবেদনশীল এবং পরিণত অভিনয়।

পুরস্কার গ্রহণের সময় অভিষেক তার বাবা অমিতাভ বচ্চনকেও স্মরণ করেন। তিনি বলেন, “আমি আজ এখানে দাঁড়াতে পেরেছি কারণ আমার বাবা আমাকে শিখিয়েছেন, কখনও হাল ছেড়ো না।”

বাবা-মেয়ের কাহিনিনির্ভর এই সিনেমা যেমন দর্শকের হৃদয় ছুঁয়েছে, তেমনই পুরস্কার মঞ্চে অভিষেকের বক্তব্যও নতুন করে জোড়া লাগিয়েছে বচ্চন পরিবারের আবেগের বন্ধন।

গত কয়েক মাস ধরেই সামাজিক মাধ্যমে অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদের গুঞ্জন ছড়ায়। কিন্তু ‘ফিল্মফেয়ার’ মঞ্চে অভিষেকের এই আবেগপূর্ণ উৎসর্গ যেন স্পষ্ট করে দিল—তাদের সম্পর্কের বন্ধন এখনও অটুট।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না: মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে: আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ: ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু