সত্যিই কি বিদায় নিচ্ছেন বাপ্পারাজ, উদ্বিগ্ন ভক্তরা!
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৯:৩৩, ১৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ২২:০০, ১৩ অক্টোবর ২০২৫

বাপ্পারাজ। ফাইল ছবি
ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়ক বাপ্পারাজ হঠাৎই সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি পোস্ট দিয়েছেন, যা ভক্তদের মনে গভীর উদ্বেগ তৈরি করেছে।
রবিবার (১২ অক্টোবর) রাত ৮টার দিকে বাপ্পারাজ তার ফেসবুক অ্যাকাউন্টে কালো চশমা পরা একটি ছবি প্রকাশ করেন। ছবিতে দেখা যায়, কপালে চিন্তার ভাঁজ আর চোখে গভীর বিষণ্নতা। ছবির ক্যাপশনে তিনি মাত্র একটি শব্দ লিখেছেন—“বিদায়”।
এই একটি শব্দই যেন নীরব ঝড় তুলেছে তার অনুসারী ও শুভাকাঙ্ক্ষীদের মনে। পোস্টটি দেখেই ভক্তদের মন্তব্যে ভরে যায় তার টাইমলাইন। কেউ লিখেছেন, “আপনি আমাদের সিনেমার ট্র্যাজেডি কিং, বিদায় লেখা যত সহজ, আপনাকে হারানো ততটা নয়।” আরেকজন উদ্বেগ প্রকাশ করে লিখেছেন, “কী হয়েছে আপনার? এমন পোস্টে ভয় লাগে!”
তবে এখন পর্যন্ত বাপ্পারাজ নিজে কোনো ব্যাখ্যা দেননি। তার নীরবতা ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে—এটি কি কোনো ব্যক্তিগত ইঙ্গিত, নাকি মানসিক ক্লান্তির বহিঃপ্রকাশ?
চিত্রনায়ক বাপ্পারাজের অভিনয় জীবন শুরু ১৯৮৬ সালে, নায়করাজ রাজ্জাকের পরিচালনায় নির্মিত চাঁপাডাঙার বউ চলচ্চিত্রের মাধ্যমে। ত্রিভুজ প্রেমের গল্পে ব্যর্থ প্রেমিকের চরিত্রে তার অভিনয় দর্শকদের মন জয় করে নেয়। পরবর্তী সময়ে তিনি হয়ে ওঠেন ঢালিউডের “ট্র্যাজেডি হিরো”।
তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে—গরিবের ওস্তাদ, গরিবের সংসার, ডাকাত, আজকের সন্ত্রাস, প্রেমের সমাধি, ও পাগলীর প্রেম।
দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দেওয়া এই তারকার এমন হঠাৎ ‘বিদায়’ পোস্টে এখন শুধু একটাই প্রশ্ন—বাপ্পারাজ কি সত্যিই বিদায় নিতে যাচ্ছেন, নাকি এটি কেবলই এক গভীর মুহূর্তের প্রকাশ?