বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

‘নিশি’ পেল এমা অ্যাওয়ার্ড 

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৯:৫০, ১২ অক্টোবর ২০২৫

‘নিশি’ পেল এমা অ্যাওয়ার্ড 

বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’ আন্তর্জাতিক অঙ্গনে বড় সাফল্য অর্জন করেছে। যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন (এমা) অ্যাওয়ার্ড জিতেছে চলচ্চিত্রটি। অ্যাসোসিয়েশনের ৩৫তম আসরে স্টুডেন্ট ক্যাটাগরিতে পুরস্কার জেতে ‘নিশি’। 

এটি যৌথভাবে পরিচালনা করেছেন গোলাম রাব্বানী ও জহিরুল ইসলাম। এই প্রথমবার কোনো বাংলাদেশি চলচ্চিত্র এমা অ্যাওয়ার্ডে পুরস্কার জিতল, যা দেশের চলচ্চিত্র ইতিহাসে এক নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

শনিবার (১১ অক্টোবর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যায় লস অ্যাঞ্জেলসের রেডফোর্ড স্টুডিও সেন্টারে ‘নিশি’র প্রদর্শনীর পর পুরস্কার ঘোষণা করা হয়।

এ ব্যাপারে নির্মাতার প্রতিক্রিয়া গোলাম রাব্বানী এক প্রতিক্রিয়ায় বলেন, “সত্যিই খবরটা আনন্দের। এই অ্যাওয়ার্ডে প্রথমবার কোনো বাংলাদেশি সিনেমা পুরস্কার পেল। এটি বাংলাছবির ইতিহাসে এক গৌরবময় অর্জন। এই প্রাপ্তি আমার সিনেমা জার্নিকে আরও বেগবান করবে। আমি সব সময় প্রাণ ও প্রকৃতির গল্প বলতে চাই।”

প্রযোজনা সংস্থা ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া এক বিজ্ঞপ্তিতে জানায়, এমা অ্যাওয়ার্ড পাওয়ার মাধ্যমে ‘নিশি’ বিশ্বের সেরা তিনটি স্টুডেন্ট ফিল্মের একটি হিসেবে স্বীকৃতি পেয়েছে।

এই সিনেমাটি নির্মিত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ, গ্রিন ফিল্ম স্কুল অ্যালায়েন্স এবং ইউনেসকো ঢাকা অফিসের সহযোগিতায়।

’নিশি’ সিনেমার চিত্রনাট্য একটি সামাজিক বাস্তবতার ওপর ভিত্তি করে রচিত। গল্পে দেখা যায়, এক চা শ্রমিকের কন্যা নিশির পড়াশোনা বন্ধ হয়ে যায় পানির সংকটের কারণে। পরিবারের জন্য একটি টিউবওয়েল দেওয়ার নাম করে স্থানীয় কাঠ ব্যবসায়ী লালচাঁন নাবালিকা নিশিকে বিয়ে করতে চায়। এই ঘটনা ঘিরেই শুরু হয় নানা সংকট ও প্রতিরোধের গল্প।

সিনেমার দৃশ্যধারণ করা হয়েছে সিলেটের একটি চা বাগান ও আশপাশের এলাকায়। এতে অভিনয় করেছেন নিশি, বিশ্বজিৎ, গণেষ ও ভারতীসহ স্থানীয় চা শ্রমিকরাও।

পোল্যান্ডের বিখ্যাত লড ফিল্ম স্কুলে (Łódź Film School) এই সিনেমার চূড়ান্ত সম্পাদনা, কালার গ্রেডিং ও সাউন্ড ডিজাইনের কাজ হয়েছে। সিনেমাটির চিত্রগ্রহণে ছিলেন ফিল্ম স্কুলের প্রাক্তনী নাতালিয়া পুসনিক।

নির্মাতা রাব্বানী জানিয়েছেন, সিনেমাটি বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পাঠানো হচ্ছে। শিগগিরই বাংলাদেশেও ‘নিশি’র প্রদর্শনী হবে বলে তিনি জানিয়েছেন।

এর আগে গোলাম রাব্বানীর ‘ছুরত’ ও ‘আনটাং’- স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দুটি ভেনিস ইন্টারকালচার ফিল্ম ফেস্টিভ্যাল, বুদাপেস্ট ফিল্ম ফেস্টিভ্যাল এবং ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না: মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে: আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ: ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু