বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

কারাবন্দি জীবনের গল্প নিয়ে আসছেন পরীমনি

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৯:৪০, ১২ অক্টোবর ২০২৫ | আপডেট: ২০:৪৪, ১২ অক্টোবর ২০২৫

কারাবন্দি জীবনের গল্প নিয়ে আসছেন পরীমনি

প্রিজন ভ্যানে পরীিমনি। ছবি: সংগৃহীত

দেশের আলোচিত চিত্রনায়িকা পরীমনি এবার সিনেমায় রূপ দিতে যাচ্ছেন নিজের জীবনের এক বাস্তব অধ্যায়। ২০২১ সালে মাদক মামলায় গ্রেপ্তার হয়ে রিমান্ড ও কারাভোগের যে কঠিন অভিজ্ঞতা তিনি অর্জন করেছিলেন, সেই গল্পই এবার বড় পর্দায় তুলে ধরতে চান তিনি।

২০২১ সালের আগস্টে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) হাতে গ্রেপ্তার হন পরীমনি। তার বনানীর বাসায় প্রায় চার ঘণ্টা অভিযান চালিয়ে মাদকদ্রব্য জব্দ করে সংস্থাটি। এরপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয় তার বিরুদ্ধে। ওই ঘটনায় পরীমনি তিন দফায় সাত দিনের রিমান্ডে ছিলেন এবং কয়েক সপ্তাহ কারাগারে কাটান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সময়কার অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেন অভিনেত্রী। রিমান্ড প্রসঙ্গে তিনি বলেন, “রিমান্ড একটা ফালতু জিনিস। সেখানে মানুষকে ভয় দেখানোর জন্য বড় বড় ছবি লাগানো থাকে। কিন্তু এগুলো দেখে কেউ ভয় পায় না। আমি বলেছিলাম, এগুলো বদলানো উচিত।”

কারাগারে নির্যাতনের প্রশ্নে পরীমনির জবাব, “আমাকে কেন আটক করা হয়েছিল, তারাই জানত না। একজন আরেকজনকে জিজ্ঞেস করত। ওরা নিজেরাই বিভ্রান্ত ছিল।”

পরীমনি জানান, জেল থেকে মুক্তির পরই তিনি নিজের অভিজ্ঞতা নিয়ে একটি বই লিখেছেন। সেই বই ভবিষ্যতে প্রকাশ করবেন তার ছেলে। একই সঙ্গে সেই বইয়ের গল্প থেকেই সিনেমা তৈরির ইঙ্গিত দেন অভিনেত্রী।

“আমার ছেলে বড় হয়ে বইটা প্রকাশ করবে। চাইলে এটাকে সিনেমা বানাতেও পারি”- বলেন পরীমনি।

কারাবাসের সময়কার অভিজ্ঞতা নিয়ে তিনি আরও বলেন, “জেলখানা নিয়ে আমি কোনোদিন কিছু বলিনি। বলতেও চাই না। কারণ সত্যিটা মানুষ জানলে আইনের ওপর শ্রদ্ধা হারাবে।”

তবে কারাগারের খাবার নিয়ে ভিন্ন অভিজ্ঞতার কথা জানিয়েছেন পরীমনি। তার ভাষায়, “জেলখানার খাবার অনেক স্বাস্থ্যকর। এমনকি অনেক সময় নষ্টও হয়। রান্না হয় ফ্রেশভাবে, পুরো জায়গাটা বেশ ওয়েল মেইনটেইন।”

২০২১ সালের সেই ঘটনার পর পরীমনি ধীরে ধীরে অভিনয়ে ফেরেন এবং পরবর্তী সময়ে একাধিক ওয়েব ফিল্ম ও নাটকে অভিনয় করেন। তবে এবার তিনি নিজের জীবনের সেই বাস্তব ঘটনাকেই চলচ্চিত্রে রূপ দিতে চাচ্ছেন, যা হবে তার জীবনের সবচেয়ে ব্যক্তিগত ও সাহসী কাজগুলোর একটি।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না: মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে: আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ: ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু