বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

একেবারে দ্বিতীয় জয়া বচ্চন! নতুন তকমা পেলেন কাজল

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬:৪০, ১২ অক্টোবর ২০২৫ | আপডেট: ০০:৩৪, ১৩ অক্টোবর ২০২৫

একেবারে দ্বিতীয় জয়া বচ্চন! নতুন তকমা পেলেন কাজল

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজলকে ঘিরে ফের সরগরম নেটদুনিয়া। আর তাতে জড়িয়ে গেল জয়া বচ্চনের নামও! নেটিজেনদের ভাষায়, “একেবারে দ্বিতীয় জয়া বচ্চন তৈরি হচ্ছেন কাজল!”

সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে দেখা যায় কাজলকে। নেভি ব্লু কো-অর্ড সেট, মুখে সার্জিক্যাল মাস্ক—সব মিলিয়ে ক্লান্ত চেহারায় ধরা পড়েছিলেন তিনি। তখনই এক ভক্ত তার কাছে অটোগ্রাফ চাইতে এগিয়ে আসেন। কিন্তু কাজল বিনীতভাবে ‘না’ বলে চলে যান, এক মুহূর্তও থামেননি।

এই দৃশ্যের ভিডিও ভাইরাল হতেই শুরু হয় বিতর্ক। অনেকেই বলেন, “না বলতে যত সময় নিলেন, ততক্ষণে হাসিমুখে অটোগ্রাফ দিতেই পারতেন।” আরেকজন লেখেন, “ওহে কাজল, এই মানুষগুলোর জন্যই তো তুমি আজ তারকা!” অন্য একজনের মন্তব্য, “বেচারা! ছেলেটার দিনটাই নষ্ট করে দিলেন।”

তবে কেউ কেউ কাজলের পক্ষেও দাঁড়িয়েছেন—“সব সময় সবার অনুরোধ রাখা সম্ভব নয়। কাজল ভদ্রভাবেই না বলেছেন। হয়তো অন্য দিন হলে অটোগ্রাফ দিতেনও।”

‘দ্বিতীয় জয়া বচ্চন’ তকমা

সহানুভূতিশীল মন্তব্যের পাশাপাশি কাজলের প্রতি তীব্র কটাক্ষও দেখা গেছে। অনেকেই বলেছেন, “কাজলের মধ্যে জয়া বচ্চনের ছায়া স্পষ্ট।” কেউ মন্তব্য করেছেন, “এই তো, দ্বিতীয় জয়া বচ্চন তৈরি হচ্ছে!” আরেকজনের শ্লেষ, “ওর এই অহংকারটাই ওর সবচেয়ে বড় সমস্যা।”

ভিডিওর ক্যাপশনেই প্রশ্ন তোলা হয়েছিল—“ভক্তের অটোগ্রাফের অনুরোধে কাজলের ‘ভদ্র’ অজুহাত! সত্যিই কি এত জরুরি ছিল ‘না’ বলা?” এক নেটিজেন তার জবাবে লিখেছেন, “ভদ্র নয়, ওর আচরণ থেকেই অহংকার বেরিয়ে আসছে।”

৫১ বছর বয়সেও বলিউডে দাপট অটুট কাজলের। সম্প্রতি অ্যামাজন প্রাইম ভিডিওতে টুইঙ্কল খান্নার সঙ্গে তার টক শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’ চলছে জোর কদমে।

এ বছরই মুক্তি পেয়েছে তার দুটি ছবি—‘মা’ ও ‘সরজমিন’, যেখানে যথাক্রমে অম্বিকা ও মেহের মেনন চরিত্রে প্রশংসা কুড়িয়েছেন।

এছাড়া নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তার ওয়েব সিরিজ ‘দ্য ট্রায়াল’-এর দ্বিতীয় সিজন। আসছে নতুন ছবি ‘মহারাগ্নি: কুইন অফ কুইন্স’-এ দেখা যাবে তাকে প্রভু দেবা, নাসিরউদ্দিন শাহ, সাম্যুক্তা, যীশু সেনগুপ্ত, আদিত্য সিল, প্রমোদ পাঠক ও ছায়া কদমের সঙ্গে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না: মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে: আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ: ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু