নারীবাদ নিয়ে যা বললেন কাজল
বলিউড অভিনেত্রী কাজল আপাতত ব্যস্ত সময় পার করছেন একের পর এক নতুন কাজে। গত চার মাসে চারটি আলাদা ধারার প্রকল্পে যুক্ত হয়েছেন তিনি। এর মধ্যে রয়েছে ‘মা’, ‘সরজ়মিন’, ‘দ্য ট্রায়াল সিজ়ন ২’— তিনটিতেই অভিনয় করেছেন মায়ের চরিত্রে। পাশাপাশি এখন তিনি নতুন একটি অনুষ্ঠানের সঞ্চালকও। কাজল বলেন, “আমার ভাগ্য ভালো যে এত বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের সুযোগ পাচ্ছি। জীবনে কিছুই আগে থেকে পরিকল্পনা করে করিনি। ফলে এটা আমার ভাগ্য বলেই মনে হয়।”