নারীবাদ নিয়ে যা বললেন কাজল
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৩:২৬, ৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ০৩:৫৭, ৬ অক্টোবর ২০২৫

বলিউড অভিনেত্রী কাজল আপাতত ব্যস্ত সময় পার করছেন একের পর এক নতুন কাজে। গত চার মাসে চারটি আলাদা ধারার প্রকল্পে যুক্ত হয়েছেন তিনি। এর মধ্যে রয়েছে ‘মা’, ‘সরজ়মিন’, ‘দ্য ট্রায়াল সিজ়ন ২’— তিনটিতেই অভিনয় করেছেন মায়ের চরিত্রে। পাশাপাশি এখন তিনি নতুন একটি অনুষ্ঠানের সঞ্চালকও। কাজল বলেন, “আমার ভাগ্য ভালো যে এত বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের সুযোগ পাচ্ছি। জীবনে কিছুই আগে থেকে পরিকল্পনা করে করিনি। ফলে এটা আমার ভাগ্য বলেই মনে হয়।”
তার সাম্প্রতিক তিনটি চরিত্রই একজন মায়ের। কেন বারবার এমন চরিত্রে আকৃষ্ট হচ্ছেন, সেই প্রশ্নে কাজল বলেন, “খুব কাকতালীয় ভাবে প্রত্যেকটা চরিত্র এমন মায়ের, যে সারাক্ষণ সন্তানদের আগলে রাখে। আসলে ‘সরজ়মিন’ মুক্তি পাওয়ার কথা ছিল গত বছর, কিন্তু সেটা এই বছর হয়েছে। হয়তো আমি নিজেও বাস্তবে তেমনই — তাই এই ধরনের চরিত্র আমার কাছে আসে।”
নারীবাদ প্রসঙ্গে প্রশ্ন উঠলে অভিনেত্রী বলেন, “আমি বিশ্বাস করি নারীবাদ মানে প্রত্যেক নারীর অপর নারীর পাশে দাঁড়ানো। নিজের শক্তিতে নিজের পাশে দাঁড়ানো। এটা এমন নয় যে অন্য লিঙ্গের এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। কিন্তু নারীবাদের মূল ৬০ থেকে ৭০ শতাংশই হচ্ছে মেয়েদের নিজেদের শক্ত করে তোলা, নিজেদের প্রতিষ্ঠিত করা।”
বর্তমানে কাজলের হাতে আরও দুটি নতুন প্রকল্প আছে, যেখানে একেবারে ভিন্নরূপে দেখা যাবে তাকে। নতুন প্রজন্মের সঙ্গে তাল মিলিয়ে তিনি বলিউডে নিজের জায়গা আগের মতোই দৃঢ় রাখতে চান।
সূত্র : আনন্দবাজার