অকপট সাইফ আলি খান
হাসপাতালে গেলেই প্রাক্তন স্ত্রী অমৃতার সঙ্গে কথা হয়
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৩:০৮, ৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ২২:০০, ৯ অক্টোবর ২০২৫

সাইফ আলি খান:ফাইল ছবি
বলিউড অভিনেতা সাইফ আলি খান আবারও খোলামেলা হলেন প্রাক্তন স্ত্রী অমৃতা সিংহের সঙ্গে তার সম্পর্ক ও অতীত জীবনের প্রসঙ্গে।সম্প্রতি ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাইফ বলেন, “আমি আগেও বলেছি—২১ বছর বয়সে বিয়ে করা খুবই অল্প বয়স। সময়ের সঙ্গে অনেক কিছু বদলে যায়। যদিও সম্পর্কটা টেকেনি, কিন্তু অমৃতা আমার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সিনেমা দুনিয়া বুঝতে, নিজের অবস্থান খুঁজে পেতে ও জীবনের অনেক কিছু শেখাতে তিনি অমূল্য সহায়তা করেছিলেন।”
কাজলের মজার ছলে বলা, “তবু উনি তোমাকে ভালোই মানুষ করেছেন।”—এই মন্তব্যে সাইফ হেসে বলেন, “ওটা শেখার সময় ছিল, সত্যিই কিছু গুরুত্বপূর্ণ বছর ছিল। অমৃতা একজন অসাধারণ মা। আমি ভাগ্যবান যে প্রাক্তন স্ত্রীটির সঙ্গে আমার সম্পর্ক অন্তত শালীনভাবে বজায় আছে। আমরা সাধারণত গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলি—আর সেটা হয় তখনই, যখন আমি হাসপাতালে থাকি!” তিনি মজা করে যোগ করেন, “যা প্রায়ই ঘটে, তাই নিয়মিত যোগাযোগ হয়ে যায়।”
সাইফ আলি খান ও অমৃতা সিংহের সম্পর্ক একসময় ছিল বলিউডের সবচেয়ে আলোচিত প্রেমের গল্পগুলোর একটি। ‘বেখুদি’ ছবির সেটেই তাদের প্রথম দেখা, যদিও শেষ পর্যন্ত সাইফকে সে সিনেমা থেকে বাদ দেওয়া হয়। কিন্তু সেই পরিচয়ই ব্যক্তিজীবনে বড় মোড় এনে দেয়—১৯৯১ সালে দু’জন বিয়ে করেন, তখনও সাইফের প্রথম সিনেমা মুক্তি পায়নি।
দীর্ঘ ১৩ বছরের সংসার শেষে ২০০৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। অমৃতা-সাইফের দুটি সন্তান—সারা আলি খান ও ইব্রাহিম আলি খান—দুজনেই এখন বলিউডে কাজ করছেন। বর্তমানে সাইফের স্ত্রী কারিনা কাপুর খান; তাদের দুই ছেলে, তৈমুর ও জাহাঙ্গীর।
কাজের ক্ষেত্রে সাইফ এখন ব্যস্ত প্রিয়দর্শনের পরিচালনায় হৈওয়ান ছবির শুটিংয়ে। সম্প্রতি শেষ করেছেন রাহুল ঢোলাকিয়ার সঙ্গে একটি প্রকল্প, আর আগামী বছর শুরু হবে ‘রেস ৪’–এর শুটিং।