কাজলের বাথরুমে গোসল সাইফের!
বলিউডের জনপ্রিয় তারকা সাইফ আলি খান, কাজল ও অক্ষয় কুমারের নব্বই দশকের হিট ছবি ‘ইয়ে দিললাগি’ আজও ভক্তদের মনে রয়ে গেছে। কিন্তু এবার সেই ছবির টিম নিয়ে হাস্যরসাত্মক এক টু মাচ মুহূর্তে ফেটে পড়ল কাজল ও টুইঙ্কেল খান্নার নতুন টক শোতে! জানা গেল, সাইফ আলি খান একবার কাজলের বাথরুমে গোসল করেছিলেন—যদিও তিনি নিজেই সেটি একদম মনে করতে পারছেন না!