‘বিয়ের একটা মেয়াদ এবং সঙ্গে নবায়নের সুযোগ থাকা উচিত’- কাজল
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২১:৫৫, ১২ নভেম্বর ২০২৫
বলিউড তারকা কাজল এবং টকশো ‘টু মাচ’-এ সহ-উপস্থাপক টুইংকেল খান্না। ছবি: ইনস্টাগ্রাম
সম্প্রতি অ্যামাজন প্রাইম-এর টকশো ‘টু মাচ’-এ সহ-উপস্থাপক টুইংকেল খান্নার সঙ্গে আলোচনায় বলিউড তারকা কাজল একটি মন্তব্য করেছেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে গোটা নেটদুনিয়ায়। কাজলের মন্তব্য, ‘বিয়ের একটা মেয়াদ থাকা উচিত, সঙ্গে নবায়নের সুযোগও থাকা উচিত।’
অর্থাৎ, বিয়ের তারিখ আছে কিন্তু সেটি এক্সপায়ার ডেট থাকা উচিত ছিল বলে মনে করেন কাজল। চাইলে সেটা যেন নবায়নও করা যায়, সেই অপশনটিও চান এই বলিউড তারকা অভিনেত্রী। শোয়ের সর্বশেষ পর্বে অতিথি হিসেবে ছিলেন কৃতি শ্যানন ও ভিকি কৌশল।
‘অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি’ সেগমেন্টে প্রশ্ন ওঠে, ‘বিয়েতে কি মেয়াদ থাকা উচিত?’ এমন প্রশ্নে টুইংকেল খান্না হাসতে হাসতে বলেন, ‘না, এটা বিয়ে, ওয়াশিং মেশিন না।’ তখনই পাল্টা জবাবে কাজল বলেন, ‘আমার মনে হয় থাকা উচিত। কে গ্যারান্টি দিতে পারে যে আপনি সঠিক সময় সঠিক মানুষকে বিয়ে করছেন? নবায়নের অপশন থাকলে ভালো হতো, আর মেয়াদ থাকলে কেউ বেশি কষ্ট পেত না।’
তিনি এমনকি টুইংকেলকেও এ বিষয়ে রাজি করানোর চেষ্টা করেন। তবে কৃতি ও ভিকি টুইংকেলের পক্ষেই থাকেন এবং কাজলের প্রস্তাবের দ্বিমত করেন।
এরপর প্রশ্ন আসে, ‘বন্ধুদের কি একে অপরের এক্সের সঙ্গে ডেট করা উচিত নয়?’ এ প্রসঙ্গে টুইংকেল হেসে বলেন, ‘আমাদের তো একজন এক্স আছে, কিন্তু আমরা বলতে পারি না।’ কাজল সঙ্গে সঙ্গে হেসে তাকে চুপ করতে বলেন, ‘চুপ করো, চুপ! -গোপন তথ্য যেন ফাঁস না হয়ে যায়।’
এর আগের এক পর্বে, যেখানে অতিথি ছিলেন জাহ্নবী কাপুর ও করণ জোহর, টুইংকেল খান্না ‘শারীরিক প্রতারণা’ নিয়ে খোলাখুলি মত দেন।
প্রশ্ন ছিল, ‘মানসিক প্রতারণা কি শারীরিক প্রতারণার চেয়ে খারাপ?’ এতে টুইংকেল, কাজল ও করণ জোহর একসঙ্গে মন্তব্য করেন, শারীরিক প্রতারণা সম্পর্ক ভাঙার কারণ নয়। অন্যদিকে জাহ্নবী কাপুর বলেন, ‘না, এতে সম্পর্ক ভেঙে যায়।’ তখন টুইংকেল যোগ করেন, ‘আমরা পঞ্চাশে, ও বিশে। ও এখনও দেখেনি আমরা যা দেখেছি। রাত গেল, কথা গেল - যা হয়ে গেছে, তা ভুলে যেও।’
টুইংকেল খান্না ২০০১ সালে অভিনেতা অক্ষয় কুমারকে বিয়ে করেন। কাজল ও অজয় দেবগণ ১৯৯৯ সাল থেকে দাম্পত্য জীবন কাটাচ্ছেন। এই ‘টু মাচ’ টকশো–তে দুজনেই বলিউডের প্রতিষ্ঠিত তারকা অভিনেত্রী হলেও তাদের খোলামেলা মতামত ও রসিকতা এখন নেটদুনিয়ার অন্যতম আলোচ্য বিষয়।
সূত্র: এনডিটিভি
