মাধ্যমিকে ভর্তির আবেদন শুরু ২১ নভেম্বর, লটারি ১৪ ডিসেম্বর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:২৭, ১০ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৯:১০, ১০ নভেম্বর ২০২৫
২০২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া এবারও হবে সম্পূর্ণ ডিজিটাল লটারির মাধ্যমে। আগামী ১৯ নভেম্বরের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং ২১ নভেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
মাউশির মহাপরিচালক (রুটিন দায়িত্ব) অধ্যাপক বি এম আবদুল হান্নানের সভাপতিত্বে সোমবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জানানো হয়, আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর আগামী ১৪ ডিসেম্বর ডিজিটাল লটারি অনুষ্ঠিত হতে পারে।
মাউশির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আগের মতো এবারও জাতীয় পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করতে পুরো ভর্তি কার্যক্রম পরিচালিত হবে একক ডিজিটাল প্ল্যাটফর্মে। শিক্ষার্থীরা নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে এবং পরবর্তীতে লটারির ফলাফলও অনলাইনে জানা যাবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, ডিজিটাল পদ্ধতির কারণে ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পেয়েছে, একই সঙ্গে অভিভাবকদের জন্যও আবেদন প্রক্রিয়া সহজ হয়েছে।
