আজকের দিনে জন্ম:রাজা লুই অষ্টম
জন্মদিনে যাদের মনে রাখি
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ১২:০২, ২৭ সেপ্টেম্বর ২০২৫

আজকের দিনে ইতিহাসে জন্ম নিয়েছেন নানা অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্ব। তাদের কেউ রাজা, কেউ দার্শনিক, কেউ বা বিজ্ঞানী, আবার কেউ বিশ্বসেরা শিল্পী ও ক্রীড়াবিদ। আজকের দিনে জন্ম: লুই অষ্টম থেকে গ্বয়নেথ পাল্টরও, ব্রেন্ডন ম্যাককুলাম ও এভ্রিল ল্যাভিন ।পর্যন্ত আসুন জেনে নেওয়া যাক আজকের দিনে জন্ম নেওয়া উল্লেখযোগ্য কিছু নাম।
রাজা ও রাজনীতিবিদ
১৬০১ সালে জন্ম নেন ফ্রান্সের রাজা অষ্টম লুই। ইউরোপীয় ইতিহাসে তিনি এক গুরুত্বপূর্ণ সম্রাট ছিলেন।
১৭২২ সালে জন্ম নেন স্যামুয়েল অ্যাডামস—আমেরিকার স্বাধীনতা সংগ্রামের দার্শনিক ও রাজনীতিবিদ, যিনি যুক্তরাষ্ট্রের জন্মলগ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
১৭৮৩ সালে জন্ম নেন অগাস্টিন ডি ইটুরবিডে, যিনি মেক্সিকোতে রাজপক্ষীয় বিদ্রোহী হিসেবে ইতিহাসে পরিচিত।
আধুনিক রাজনীতিতে ১৯৪৬ সালে জন্ম নেওয়া নিকস আনাস্টাসিয়াডেস ছিলেন সাইপ্রাসের ৭ম প্রেসিডেন্ট।
১৯৬৮ সালে জন্ম নেন মারি কিভিনিয়েমি, যিনি ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
সাহিত্য ও সংস্কৃতি
১৮৭১ সালে জন্ম নেন গ্রাযিয়া ডেলেডা, ইতালীয় নোবেলজয়ী লেখিকা।
বাংলা সাহিত্যে অমর হয়ে আছেন সতীনাথ ভাদুড়ী, যিনি ১৯০৬ সালে জন্মগ্রহণ করেন এবং তাঁর সৃজনশীল সাহিত্যকর্ম বাঙালি পাঠকের হৃদয়ে অমলিন। ভা
রতীয় চলচ্চিত্র জগতের কিংবদন্তি পরিচালক যশ চোপড়া জন্মগ্রহণ করেন ১৯৩২ সালে।
অন্যদিকে, ১৯৭২ সালে জন্ম নেন অস্কারজয়ী আমেরিকান অভিনেত্রী গ্বয়নেথ পাল্টরও। সমসাময়িক জনপ্রিয় সংস্কৃতিতে আলোড়ন তোলা কণ্ঠশিল্পী এভ্রিল ল্যাভিন জন্মগ্রহণ করেন ১৯৮৪ সালে।
বিজ্ঞান ও জ্ঞানচর্চা
১৮৪৩ সালে জন্ম নেন ফরাসি গণিতবিদ গ্যাস্টন টেরি।
১৯১৮ সালে জন্ম নেন নোবেলজয়ী ইংরেজ জ্যোতির্বিজ্ঞানী মার্টিন রাইল। ১৯২৪ সালে জন্ম নেন ফ্রেড সিংগার—মার্কিন পরিবেশবিদ, মহাকাশ গবেষক ও পদার্থবিদ।
১৯২৫ সালে জন্ম নেন রবার্ট এডওয়ার্ডস, নোবেলজয়ী শারীরবিজ্ঞানী যিনি টেস্টটিউব বেবির জনক হিসেবে পরিচিত।
অর্থনীতির জগতে ১৯৩২ সালে জন্ম নেন নোবেলজয়ী মার্কিন অর্থনীতিবিদ অলিভার উইলিয়ামসন।
খেলাধুলা
১৯৫৭ সালে জন্ম নেন চার্লস উইলিয়াম জেফ্রি অ্যাথে—ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ফুটবলার।
১৯৬২ সালে জন্ম নেন গেভিন লারসেন, নিউজিল্যান্ডের ক্রিকেটার।
ফুটবলের জগতে ১৯৭৬ সালে জন্ম নেন ইতালির কিংবদন্তি খেলোয়াড় ফ্রান্সিসকো টট্টি। নিউজিল্যান্ড ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ওপেনার ব্রেন্ডন ম্যাককুলাম জন্ম নেন ১৯৮১ সালে। অন্যদিকে, টেনিস দুনিয়ায় সাফল্যের প্রতীক রোমানিয়ার সিমোনা হালেপ জন্মগ্রহণ করেন ১৯৯১ সালে।
আজকের দিনে জন্ম নেওয়া এইসব বিশিষ্টজন তাদের নিজ নিজ ক্ষেত্রে রেখে গেছেন অনন্য দৃষ্টান্ত। তাঁদের জীবন ও কর্ম আমাদের প্রেরণা জোগায়