ইতিহাসের পাতায় ২৭ সেপ্টেম্বর
মীর কাশিম বাংলার নবাব হন
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ১১:০১, ২৭ সেপ্টেম্বর ২০২৫

এ দিনে বিশ্ব ইতিহাসে বহু গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে, যা সভ্যতার গতি ও মানবজীবনের গতিপথকে প্রভাবিত করেছে। ভূমিকম্পে চীনে এক লাখ প্রাণহানি থেকে গুগলের জন্ম—ইতিহাসে এই দিনে। ১৭৬০ সালে মীর কাশিম বাংলার নবাব হন এবং মীর জাফরকে গদি থেকে সরিয়ে দেন। তবে ক্ষমতায় আসার পর তিনি বর্ধমান, মেদিনীপুর ও চট্টগ্রাম জেলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে তুলে দেন, যা উপমহাদেশের ইতিহাসে বড় মোড় ঘুরিয়ে দেয়।
প্রাচীন ও মধ্যযুগীয় ঘটনা
১২৯০ সালে চীনে ভয়াবহ ভূমিকম্পে প্রায় এক লাখ মানুষের মৃত্যু ঘটে। এটি ছিল ইতিহাসের অন্যতম ভয়াবহ ভূমিকম্প, যা প্রাচীন চীনের সামাজিক ও অর্থনৈতিক কাঠামোতে গভীর ক্ষত সৃষ্টি করেছিল।
১৭৬০ সালে মীর কাশিম বাংলার নবাব হন এবং মীর জাফরকে গদি থেকে সরিয়ে দেন। তবে ক্ষমতায় আসার পর তিনি বর্ধমান, মেদিনীপুর ও চট্টগ্রাম জেলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে তুলে দেন, যা উপমহাদেশের ইতিহাসে বড় মোড় ঘুরিয়ে দেয়।
১৭৮১ সালে শলনগড়ে হায়দার আলী ও ব্রিটিশ সেনাদের মধ্যে যুদ্ধ শুরু হয়।
অন্যদিকে ১৮২১ সালে মেক্সিকো স্পেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে এবং দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের অবসান ঘটে। একই দিনে প্রত্নতাত্ত্বিক জ্যা ফ্রাঁস শাপোলি ঘোষণা দেন যে তিনি রাশিদা পাথরের পাঠোদ্ধার করতে সক্ষম হয়েছেন—যা মিশরবিদ্যার ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচন করে।
আধুনিক যুগের ঘটনা
১৮৩৪ সালে চার্লস ডারউইন ভ্রমণ শেষে ভালপারাইসোতে ফিরে আসেন।
১৯২৮ সালে যুক্তরাষ্ট্র চীন প্রজাতন্ত্রকে স্বীকৃতি দেয়।
১৯২৯ সালে কলকাতায় প্রকাশিত হয় বেতারের অনুষ্ঠানসূচি প্রকাশক পাক্ষিক পত্রিকা বেতার জগৎ।
১৯৪০ সালের এ দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি, জাপান ও ইতালি বার্লিনে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করে।
একই দিনে ইংল্যান্ডে ৫৫টি জার্মান বিমান ভূপাতিত হয় এবং ১৯৪২ সালে স্ট্যালিনগ্রাদে জার্মান বাহিনী ব্যাপক গুলিবর্ষণ চালায়।
১৯৪৯ সালে বেইজিংকে চীনের রাজধানী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়।
১৯৫৮ সালে ভারতীয় সাঁতারু মিহির সেন প্রথম ভারতীয় হিসেবে ইংলিশ চ্যানেল অতিক্রম করেন। ১৯৬১ সালে সিয়েরা লিওন জাতিসংঘে যোগ দেয় এবং ১৯৬২ সালে উত্তর ইয়েমেন রাষ্ট্র গঠিত হয়।
সমসাময়িক ঘটনf
১৯৮০ সাল থেকে প্রতিবছর বিশ্ব পর্যটন দিবস পালিত হয়ে আসছে।
১৯৮৩ সালে মুক্ত সফটওয়ার আন্দোলনের পথিকৃৎ রিচার্ড স্টলম্যান জিএনইউ প্রজেক্ট চালু করেন, যা পরবর্তীতে আধুনিক ওপেন সোর্স আন্দোলনের ভিত্তি তৈরি করে।
১৯৯৬ সালে তালেবান কাবুল দখল করে নেয়।
১৯৯৮ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল, যা আজকের দিনে বিশ্বের তথ্যপ্রযুক্তি ও জ্ঞানভাণ্ডারের অন্যতম স্তম্ভ হয়ে উঠেছে।
আর ২০০২ সালে পূর্ব তিমুর জাতিসংঘে যোগ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান সুসংহত করে।