জন্মদিনে যাদের মনে রাখি – ২৬ সেপ্টেম্বর
জন্ম নিয়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো ব্যাক্তিত্ব
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ১০:৫৪, ২৬ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১০:৫৪, ২৬ সেপ্টেম্বর ২০২৫

২৬ সেপ্টেম্বর ইতিহাসে জন্ম নিয়েছেন বহু খ্যাতিমান ব্যক্তিত্ব। তাদের অবদান আজও আমাদের অনুপ্রেরণা জোগায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বাংলা ভাষাভাষী আর বাঙ্গালীর জন্য যিনি একজন সংস্তারক বলা যায়। উনিশ শতকের বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার। নারীশিক্ষা ও বিধবা পুনর্বিবাহে তার ভূমিকা অম্লান।
আন্তর্জাতিক ব্যক্তিত্ব
জনি অ্যাপলসিড (১৭৭৪) – মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবেশ আন্দোলনের এক রোল মডেল, যিনি গাছ লাগিয়ে প্রকৃতি সংরক্ষণে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন।
এডমুন্ড গোয়েন (১৮৭৭–১৯৫৯) – ইংরেজ অভিনেতা, হলিউডে চরিত্রাভিনয়ের জন্য সুপরিচিত।
টি. এস. এলিয়ট (১৮৮৮–১৯৬৫) – বিশ্ববিখ্যাত ইংরেজ কবি ও সাহিত্যিক, নোবেল পুরস্কারপ্রাপ্ত।
মার্টিন হাইডেগার (১৮৮৯–১৯৭৬) – বিশ শতকের অন্যতম প্রভাবশালী জার্মান দার্শনিক।
উইনি ম্যান্ডেলা (১৯৩৬–২০১৮) – দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের সাহসী নেত্রী।
ইয়ান চ্যাপেল (১৯৪৩) – অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ও সাবেক অধিনায়ক।
সেরিনা উইলিয়ামস (১৯৮১) – মার্কিন টেনিস তারকা, আধুনিক যুগের অন্যতম সফল ও প্রভাবশালী ক্রীড়াবিদ।
ভারতীয় ও দক্ষিণ এশীয় ব্যক্তিত্ব
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮২০–১৮৯১) – উনিশ শতকের বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার। নারীশিক্ষা ও বিধবা পুনর্বিবাহে তাঁর ভূমিকা অম্লান।
গোলাম ভিক নৈরাগ (১৮৭৬) – ভারতীয় মুসলিম রাজনীতিবিদ ও কবি।
কংসারী হালদার (১৯১০) – পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণার তেভাগা আন্দোলনের অন্যতম নেতা।
দেব আনন্দ (১৯২৩–২০১১) – বলিউডের জনপ্রিয় অভিনেতা ও পরিচালক, যাঁর সিনেমা ভারতীয় চলচ্চিত্রে নতুন ধারা এনেছিল।
মনমোহন সিং (১৯৩২–২০২৪) – ভারতের ১৪তম প্রধানমন্ত্রী, অর্থনৈতিক সংস্কার ও কূটনীতিতে অবদান রাখেন।
বাংলাদেশি ব্যক্তিত্ব
হীরেন বসু (১৯০৩–১৯৮৭) – বহুমুখী প্রতিভাধর বাঙালি চলচ্চিত্র পরিচালক, গীতিকার, সুরকার, ঔপন্যাসিক ও অভিনেতা।
আবদুর রহমান বিশ্বাস (১৯২৬–২০১৭) – বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
২৬ সেপ্টেম্বর জন্ম নেওয়া এই মহান মানুষরা নিজেদের কর্ম ও সৃষ্টির মাধ্যমে বিশ্বকে সমৃদ্ধ করেছেন। বিদ্যাসাগরের সমাজ সংস্কার, দেব আনন্দের রূপালি পর্দার জাদু, মনমোহন সিংয়ের নেতৃত্ব, কিংবা সেরিনা উইলিয়ামসের টেনিস কোর্টের আধিপত্য—প্রত্যেকের অবদান আজও সমানভাবে অনুপ্রেরণাদায়ী।