রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

| ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

চর্যাপদের আবিস্কারক হরপ্রসাদ শাস্ত্রীর জন্মদিন

সমাজকাল ডেস্ক

প্রকাশ: ০৯:৪০, ৬ ডিসেম্বর ২০২৫

চর্যাপদের আবিস্কারক হরপ্রসাদ শাস্ত্রীর জন্মদিন

আজ ৬ ডিসেম্বর। বিশ্বের বিভিন্ন প্রান্তে এই দিনে জন্ম নিয়েছেন রাজনীতি, সাহিত্য, বিজ্ঞান, শিল্প, অর্থনীতি ও মুক্তিযুদ্ধের নানা ক্ষেত্রের অনন্য ব্যক্তিত্ব। তদের কাজ, চিন্তা ও অবদান আজও বিশ্বকে প্রভাবিত করে চলেছে।

নীচে গুরুত্বপূর্ণ জন্মঘটনাগুলো সমাজকাল-স্টাইলে উপস্থাপন করা হল—

? ০৮৪৬ — হাসান আল-আসকারি

সৌদি আরবের ধর্মীয় ইতিহাসে গুরুত্বপূর্ণ প্রভাবশালী ইমাম। ইসলামী দর্শন ও জ্ঞানচর্চায় তাঁর নাম বিশেষভাবে স্মরণীয়।

 

? ১৪৭৮ — বাল্ডাসারে কাস্তিগ্লিওনে

ইতালীয় কূটনীতিক, লেখক ও রেনেসাঁ যুগের অন্যতম চিন্তাবিদ। তার ‘দ্য বুক অফ দ্য কোর্টিয়ার’ ইউরোপীয় রাজনৈতিক-সাংস্কৃতিক জীবনে নতুন মাত্রা যোগ করে।

 

? ১৭৩২ — ওয়ারেন হেস্টিংস

ভারতের প্রথম গভর্নর জেনারেল। ব্রিটিশ ঔপনিবেশিক প্রশাসনে গভীর ছাপ রেখে যাওয়া বিতর্কিত কিন্তু প্রভাবশালী ব্যক্তি। (মৃ. ২২ আগস্ট ১৮১৮)

 

? ১৮২৩ — ম্যাক্স মুলার

বিশ্বখ্যাত সংস্কৃত ভাষাবিদ, দার্শনিক ও ভারতবিদ। বেদ ও উপনিষদের গবেষণায় তার কাজ আজও আদর্শ হিসেবে বিবেচিত। (মৃ. ২৮ অক্টোবর ১৯০০)

 

? ১৮৪৬ — ভাদুড়ী মহাশয় (মহর্ষি নগেন্দ্রনাথ)

বহুভাষাবিদ, লেখক, ধর্মপ্রচারক এবং সনাতন ধর্ম প্রচারিণী সভা-র প্রতিষ্ঠাতা। সত্যপ্রদীপ পত্রিকার সম্পাদক হিসেবেও খ্যাত। (মৃ. ২ নভেম্বর ১৯২৬)

 

? ১৮৫৩ — হরপ্রসাদ শাস্ত্রী

বাংলা সাহিত্য ও ভারততত্ত্বের অন্যতম গবেষক। তিনি ‘চর্যাপদ’ আবিষ্কারের মাধ্যমে বাংলা সাহিত্যের প্রাচীন ঐতিহ্য নতুন করে বিশ্বদৃষ্টি আকর্ষণ করেন। (মৃ. ১৭ নভেম্বর ১৯৩১)

 

? ১৮৯৮ — গুনার মিরদাল

১৯৭৪ সালের নোবেলজয়ী সুইডিশ সমাজবিজ্ঞানী ও অর্থনীতিবিদ। উন্নয়ননীতি ও বৈষম্য বিশ্লেষণে তাঁর গবেষণা এখনো বিশ্বমানদণ্ড। (মৃ. ১৭ সেপ্টেম্বর ১৯৮৭)

 

? ১৯০১ — আবদুল হালিম

ভারতের কমিউনিস্ট আন্দোলনের অগ্রগামী সংগঠক ও রাজনৈতিক কর্মী।

 

? ১৯১১ — দীনেশচন্দ্র গুপ্ত

ব্রিটিশবিরোধী বিপ্লবী, যিনি বাংলার সশস্ত্র আন্দোলনের ইতিহাসে অবিস্মরণীয় নাম। (মৃ. ৭ জুলাই ১৯৩১)

 

? ১৯১৭ — ডব্লিউ এ এস ওডারল্যান্ড

অস্ট্রেলীয় নাগরিক ও বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেওয়া একমাত্র বিদেশি বীরপ্রতীক। তাঁর সাহসিকতা মুক্তিযুদ্ধের ইতিহাসে বিশেষভাবে স্মরণীয়।

 

? ১৯২০ — জর্জ পোর্টার

নোবেলজয়ী ইংরেজ রসায়নবিদ ও অধ্যাপক। আলো-রাসায়ন (photochemistry) গবেষণায় পথপ্রদর্শক।

 

? ১৯২৮ — তারাপদ মুখোপাধ্যায়

ভারততত্ত্বের বিশিষ্ট গবেষক, শিক্ষক ও প্রাবন্ধিক।

 

? ১৯৩৬ — ভ্লাদিমির ভ্যাপনিক

বিশ্বপ্রসিদ্ধ পরিসংখ্যানবিদ ও মেশিন লার্নিংয়ের তাত্ত্বিক ভিত্তি—বিশেষত ভিএপি থিওরি–র অন্যতম প্রণেতা।

 

? ১৯৪২ — পিটার হ্যান্ডকে

অস্ট্রিয়ান লেখক ও নাট্যকার। ভাষা, মানব সম্পর্ক ও অস্তিত্ব নিয়ে তাঁর সাহিত্যকর্ম বিশ্বজুড়ে সমাদৃত।

 

? ১৯৫৬ — তারেক মাসুদ

বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র আন্দোলনের পথিকৃৎ পরিচালক, নির্মাতা ও গীতিকার। তার মাটির ময়না আন্তর্জাতিক চলচ্চিত্রমহলে বাংলাদেশের অবস্থান নতুনভাবে প্রতিষ্ঠা করে।

 

? ১৯৬৭ — জুড আপাটও

আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার—হলিউড কমেডির আধুনিক ধারার অন্যতম নির্মাতা।

 

? ১৯৭৬ — কলিন হাস্কেল

মার্কিন অভিনেত্রী ও টেলিভিশন ব্যক্তিত্ব।

 

? ১৯৭৭ — অ্যান্ড্রু ‘ফ্রেডি’ ফ্লিনটফ

ইংল্যান্ডের সাবেক তারকা অলরাউন্ডার ও কোচ। ক্রিকেট ইতিহাসের অন্যতম প্রভাবশালী খেলোয়াড়।

 

? ১৯৮৮ — নিলস পিটারসেন

জার্মান ফুটবল খেলোয়াড়, বুন্দেসলিগায় গোলস্কোরিংয়ে ধারাবাহিকতার জন্য পরিচিত।

 

? ১৯৯০ — টামিরা পাসযেক

অস্ট্রিয়ান টেনিস খেলোয়াড়, ডব্লিউটিএ সার্কিটে উজ্জ্বল পারফরম্যান্সের জন্য পরিচিত।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা
নির্বাচনে ৮৯% সাংবাদিক নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায়: জরিপ
১২ ডিসেম্বর পর্যন্ত মেডিকেল কোচিং সেন্টার বন্ধ
৬ ডিসেম্বর ১৯৭১ : বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ভারত ও ভুটান
জুলাই আন্দোলনের অজ্ঞাত ১১৪ শহীদের পরিচয় শনাক্তে সিআইডির উদ্যোগ
জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীরা বই পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
সেন্টমার্টিন থেকে ১৮৫০ কেজি বর্জ্য অপসারণ করল কেওক্রাডং
বিএনপি ‘প্রতিশ্রুতির রাজনীতিতে’ বিশ্বাসী: রিজভী
খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত
সিএমপির সব থানার ওসি রদবদল
যে কারণে আমরা মুক্তিযুদ্ধ করতে পেরেছি
৬৪ জেলায় ৬৪ বন্যপ্রাণী কর্মীকে স্বীকৃতি দেবে সরকার
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তফসিল চূড়ান্ত
ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু