বোয়িংয়ের প্রতিষ্ঠাতাসহ আজ যাদের জন্ম
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ০০:১৬, ১ অক্টোবর ২০২৫ | আপডেট: ০৩:১০, ১ অক্টোবর ২০২৫

আজকের দিনে ইতিহাসের পাতায় যুক্ত হয়েছেন নানা ক্ষেত্রের মহীরূহ ব্যক্তিত্বরা। সম্রাট থেকে শুরু করে সমাজ সংস্কারক, বিপ্লবী, সুরকার, রাজনীতিবিদ, ক্রীড়াবিদ, সাহিত্যিক, অভিনেতা—অসংখ্য খ্যাতিমান মানুষের জন্মদিন আজ। সমাজতন্ত্র, ব্রহ্মবিদ্যা ও নারী অধিকারের আন্দোলনের অন্যতম অগ্রদূত অ্যানি বেসান্ত (মৃ. ২০ অক্টোবর ১৯৩৩)। তিনি ভারত ও আয়ারল্যান্ডের স্বশাসন আন্দোলনেরও বলিষ্ঠ কণ্ঠ ছিলেন।
০২০৮ খ্রিস্টাব্দ – রোমান সম্রাট আলেকজান্ডার সেভেরাস জন্মগ্রহণ করেন।
১৭৯১ – রুশ সাহিত্য জগতের প্রভাবশালী লেখক সের্গেই আক্সাকভ।
১৮৪৭ – সমাজতন্ত্র, ব্রহ্মবিদ্যা ও নারী অধিকারের আন্দোলনের অন্যতম অগ্রদূত অ্যানি বেসান্ত (মৃ. ২০ অক্টোবর ১৯৩৩)। তিনি ভারত ও আয়ারল্যান্ডের স্বশাসন আন্দোলনেরও বলিষ্ঠ কণ্ঠ ছিলেন।
১৮৬১ – প্রখ্যাত চিকিৎসক ও শিক্ষাবিদ নীলরতন সরকার (মৃ. ১৯৪৩)।
১৮৬৫ – ফরাসি সুরকার, সমালোচক ও বিদগ্ধ পণ্ডিত পল ডুকাস।
১৮৮১ – বিশ্বখ্যাত বোয়িং বিমান কোম্পানির প্রতিষ্ঠাতা উইলিয়াম এডওয়ার্ড বোয়িং।
১৮৯৫ – পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খাঁ।
১৯০০ – ইংরেজ ক্রিকেটার টম গডার্ড (মৃ. ১৯৬৬)।
১৯০৬ – ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি সুরকার শচীন দেববর্মণ (মৃ. ১৯৭৫) এবং একই বছরে জন্ম নেন স্বাধীনতা সংগ্রামী নিকুঞ্জ সেন।
১৯২০ – মার্কিন কৌতুকাভিনেতা ওয়াল্টার ম্যাথাউ ও বাংলাদেশী শিশু সাহিত্যিক আবুল হোসেন মিয়া।
১৯২১ – বাংলাদেশের প্রথম মরণোত্তর চক্ষুদাতা এআরএম ইনামুল হক এবং মার্কিন অভিনেতা জেমস হোয়াইটমোর।
১৯২২ – নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী চেন নিং ইয়াং।
১৯২৪ – বাংলাদেশি রাজনীতিবিদ আব্দুল মালেক উকিল এবং মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার।
১৯২৮ – অভিনেতা লরেন্স হার্ভি।
১৯৩০ – ফরাসি চলচ্চিত্র তারকা ফিলিপ নোয়ারে।
১৯৩৫ – গুণী সঙ্গীতশিল্পী কৃষ্ণা চট্টোপাধ্যায় (মৃ. ২০০৯) এবং ইংরেজ অভিনেত্রী জুলি অ্যান্ড্রুজ।
১৯৩৬ – ফুটবলার ডানকান এডওয়ার্ডস (মৃ. ১৯৫৮)।
১৯৩৭ – পাকিস্তানি ক্রিকেটার সাঈদ আহমেদ।
১৯৪০ – কবি ও প্রাবন্ধিক মনজুরে মাওলা।
১৯৪৩ – ছড়াকার সিরাজুল ফরিদ।
১৯৪৭ – নোবেল পুরস্কার বিজয়ী ইসরায়েলি জীববিজ্ঞানী আহারোন চিহানোভের।
১৯৪৮ – পশ্চিমবঙ্গের জনশিক্ষা আন্দোলনের নেতা শক্তি মণ্ডল (মৃ. ২০২১)।
১৯৫০ – মার্কিন অভিনেতা র্যান্ডি কোয়াইড।
১৯৫৬ – যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টেরেসা মে।
১৯৬৬ – লাইবেরিয়ার কিংবদন্তি ফুটবলার ও সাবেক প্রেসিডেন্ট জর্জ উইয়াহ।
১৯৬৮ – জিম্বাবুইয়ান ক্রিকেটার রিচার্ড হালসল।
১৯৭২ – বাংলাদেশী উদ্যোক্তা ফাহিম মাশরুর।
১৯৮০ – টেনিস তারকা মার্টিনা হিঙ্গিস।
১৯৮১ – ব্রাজিলিয়ান ফুটবলার হুলিও বাপতিস্তা।
১৯৮৫ – বাংলাদেশী ক্রিকেটার নাজিমউদ্দিন আহমেদ ও আমিরাতি ক্রিকেটার মুহাম্মদ কালিম।
১৯৮৯ – অস্কার বিজয়ী মার্কিন অভিনেত্রী ও নির্মাতা ব্রি লারসন।
১৯৯০ – বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন।
১৯৯১ – পাকিস্তানি ক্রিকেটার আসিফ আলী।
১৯৯২ – জনপ্রিয় বাঙালি অভিনেত্রী সোহিনী সরকার।
এভাবেই ইতিহাসের আজকের দিনে জন্ম নিয়েছেন নানা অঙ্গ