বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

বোয়িংয়ের প্রতিষ্ঠাতাসহ আজ যাদের জন্ম

সমাজকাল ডেস্ক

প্রকাশ: ০০:১৬, ১ অক্টোবর ২০২৫ | আপডেট: ০৩:১০, ১ অক্টোবর ২০২৫

বোয়িংয়ের প্রতিষ্ঠাতাসহ আজ যাদের জন্ম

আজকের দিনে ইতিহাসের পাতায় যুক্ত হয়েছেন নানা ক্ষেত্রের মহীরূহ ব্যক্তিত্বরা। সম্রাট থেকে শুরু করে সমাজ সংস্কারক, বিপ্লবী, সুরকার, রাজনীতিবিদ, ক্রীড়াবিদ, সাহিত্যিক, অভিনেতা—অসংখ্য খ্যাতিমান মানুষের জন্মদিন আজ। সমাজতন্ত্র, ব্রহ্মবিদ্যা ও নারী অধিকারের আন্দোলনের অন্যতম অগ্রদূত অ্যানি বেসান্ত (মৃ. ২০ অক্টোবর ১৯৩৩)। তিনি ভারত ও আয়ারল্যান্ডের স্বশাসন আন্দোলনেরও বলিষ্ঠ কণ্ঠ ছিলেন।

০২০৮ খ্রিস্টাব্দ – রোমান সম্রাট আলেকজান্ডার সেভেরাস জন্মগ্রহণ করেন।

১৭৯১ – রুশ সাহিত্য জগতের প্রভাবশালী লেখক সের্গেই আক্সাকভ।

১৮৪৭ – সমাজতন্ত্র, ব্রহ্মবিদ্যা ও নারী অধিকারের আন্দোলনের অন্যতম অগ্রদূত অ্যানি বেসান্ত (মৃ. ২০ অক্টোবর ১৯৩৩)। তিনি ভারত ও আয়ারল্যান্ডের স্বশাসন আন্দোলনেরও বলিষ্ঠ কণ্ঠ ছিলেন। 

১৮৬১ – প্রখ্যাত চিকিৎসক ও শিক্ষাবিদ নীলরতন সরকার (মৃ. ১৯৪৩)।

১৮৬৫ – ফরাসি সুরকার, সমালোচক ও বিদগ্ধ পণ্ডিত পল ডুকাস।

১৮৮১ – বিশ্বখ্যাত বোয়িং বিমান কোম্পানির প্রতিষ্ঠাতা উইলিয়াম এডওয়ার্ড বোয়িং।

১৮৯৫ – পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খাঁ।

১৯০০ – ইংরেজ ক্রিকেটার টম গডার্ড (মৃ. ১৯৬৬)।

১৯০৬ – ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি সুরকার শচীন দেববর্মণ (মৃ. ১৯৭৫) এবং একই বছরে জন্ম নেন স্বাধীনতা সংগ্রামী নিকুঞ্জ সেন।

১৯২০ – মার্কিন কৌতুকাভিনেতা ওয়াল্টার ম্যাথাউ ও বাংলাদেশী শিশু সাহিত্যিক আবুল হোসেন মিয়া।

১৯২১ – বাংলাদেশের প্রথম মরণোত্তর চক্ষুদাতা এআরএম ইনামুল হক এবং মার্কিন অভিনেতা জেমস হোয়াইটমোর।

১৯২২ – নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী চেন নিং ইয়াং।

১৯২৪ – বাংলাদেশি রাজনীতিবিদ আব্দুল মালেক উকিল এবং মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার।

১৯২৮ – অভিনেতা লরেন্স হার্ভি।

১৯৩০ – ফরাসি চলচ্চিত্র তারকা ফিলিপ নোয়ারে।

১৯৩৫ – গুণী সঙ্গীতশিল্পী কৃষ্ণা চট্টোপাধ্যায় (মৃ. ২০০৯) এবং ইংরেজ অভিনেত্রী জুলি অ্যান্ড্রুজ।

১৯৩৬ – ফুটবলার ডানকান এডওয়ার্ডস (মৃ. ১৯৫৮)।

১৯৩৭ – পাকিস্তানি ক্রিকেটার সাঈদ আহমেদ।

১৯৪০ – কবি ও প্রাবন্ধিক মনজুরে মাওলা।

১৯৪৩ – ছড়াকার সিরাজুল ফরিদ।

১৯৪৭ – নোবেল পুরস্কার বিজয়ী ইসরায়েলি জীববিজ্ঞানী আহারোন চিহানোভের।

১৯৪৮ – পশ্চিমবঙ্গের জনশিক্ষা আন্দোলনের নেতা শক্তি মণ্ডল (মৃ. ২০২১)।

১৯৫০ – মার্কিন অভিনেতা র‍্যান্ডি কোয়াইড।

১৯৫৬ – যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টেরেসা মে।

১৯৬৬ – লাইবেরিয়ার কিংবদন্তি ফুটবলার ও সাবেক প্রেসিডেন্ট জর্জ উইয়াহ।

১৯৬৮ – জিম্বাবুইয়ান ক্রিকেটার রিচার্ড হালসল।

১৯৭২ – বাংলাদেশী উদ্যোক্তা ফাহিম মাশরুর।

১৯৮০ – টেনিস তারকা মার্টিনা হিঙ্গিস।

১৯৮১ – ব্রাজিলিয়ান ফুটবলার হুলিও বাপতিস্তা।

১৯৮৫ – বাংলাদেশী ক্রিকেটার নাজিমউদ্দিন আহমেদ ও আমিরাতি ক্রিকেটার মুহাম্মদ কালিম।

১৯৮৯ – অস্কার বিজয়ী মার্কিন অভিনেত্রী ও নির্মাতা ব্রি লারসন।

১৯৯০ – বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন।

১৯৯১ – পাকিস্তানি ক্রিকেটার আসিফ আলী।

১৯৯২ – জনপ্রিয় বাঙালি অভিনেত্রী সোহিনী সরকার।

 এভাবেই ইতিহাসের আজকের দিনে জন্ম নিয়েছেন নানা অঙ্গ
 

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু