গুগলের ২৭তম জন্মদিনে বিশেষ ডুডল
ফিরলো ১৯৯৮ সালের প্রথম লোগো
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪:২০, ২৭ সেপ্টেম্বর ২০২৫

প্রযুক্তির ইতিহাসে গুগলের জন্ম এক বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করেছে। ১৯৯৮ সালে ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কের একটি গ্যারেজ থেকে যাত্রা শুরু করে আজ বিশ্বের সবচেয়ে প্রভাবশালী প্রযুক্তি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে গুগল। ২৭তম জন্মদিন উপলক্ষে এবার নিজেদের শুরুর দিনগুলোর স্মৃতি মনে করিয়ে দিল প্রতিষ্ঠানটি।
শনিবার (২৭ সেপ্টেম্বর) গুগল হোমপেজে দেখা যায় এক বিশেষ জন্মদিনের ডুডল। এই ডুডলে ব্যবহার করা হয়েছে গুগলের প্রথম লোগো—যা তৈরি হয়েছিল ১৯৯৮ সালে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, “আমরা উদযাপন করছি আমাদের ২৭তম জন্মদিন। এবার নস্টালজিয়ার পথে ফিরে যাচ্ছি আমাদের প্রথম লোগোর মাধ্যমে। সার্চ চালিয়ে যান।”
যদিও গুগল ১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়েছিল, পরবর্তীতে ২৭ সেপ্টেম্বরকে জন্মদিন হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। কারণ প্রথম দিককার একটি “ডুডল” ছিল প্রতিষ্ঠাতাদের ‘আউট অব অফিস’ বার্তা—যা তারা ছুটিতে যাওয়ার সময় হোমপেজে দিয়েছিলেন। সেই সময় ল্যারি পেজ ও সের্গেই ব্রিন স্ট্যানফোর্ডের দুজন পিএইচডি শিক্ষার্থী ছিলেন। গ্যারেজভিত্তিক সার্চ ইঞ্জিনের মাধ্যমে শুরু হলেও তাদের লক্ষ্য ছিল—“বিশ্বের তথ্য সংগঠিত করা এবং সবার জন্য সহজলভ্য করে তোলা।”
সেই ছোট্ট উদ্যোগ এখন অ্যালফাবেট ইনক.-এর অধীনে একটি বৈশ্বিক সাম্রাজ্য। শুধু সার্চ নয়, এখন গুগলের বিস্তৃতি অ্যান্ড্রয়েড, ইউটিউব, গুগল ক্লাউড, স্মার্ট ডিভাইস, বিজ্ঞাপন ব্যবসা ও কৃত্রিম বুদ্ধিমত্তা পর্যন্ত ছড়িয়ে গেছে। বর্তমান সিইও সুন্দর পিচাইয়ের নেতৃত্বে প্রতিষ্ঠানটি কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম কম্পিউটিং ও ই-কমার্সে নতুন দিগন্ত উন্মোচন করছে।
গুগলের ডুডল এখন আর শুধু একটি লোগো পরিবর্তন নয়। এটি সময়ের সাথে রূপ নিয়েছে অ্যানিমেশন, ইন্টার্যাক্টিভ গেম ও বৈশ্বিক মাইলফলক উদযাপনের মাধ্যমে। কিন্তু এবারের ২৭তম জন্মদিনে গুগল ফিরে গেছে শুরুর দিনে—সেই প্রথম লোগো দিয়ে স্মরণ করিয়েছে তাদের যাত্রার শুরু এবং কোটি কোটি ব্যবহারকারীর অবদানকে।