রোববার, ১৬ নভেম্বর ২০২৫

| ২ অগ্রাহায়ণ ১৪৩২

গুগলের ২৭তম জন্মদিনে বিশেষ ডুডল

 ফিরলো ১৯৯৮ সালের প্রথম লোগো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪:২০, ২৭ সেপ্টেম্বর ২০২৫

গুগলের ২৭তম জন্মদিনে বিশেষ ডুডল

 


প্রযুক্তির ইতিহাসে গুগলের জন্ম এক বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করেছে। ১৯৯৮ সালে ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কের একটি গ্যারেজ থেকে যাত্রা শুরু করে আজ বিশ্বের সবচেয়ে প্রভাবশালী প্রযুক্তি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে গুগল। ২৭তম জন্মদিন উপলক্ষে এবার নিজেদের শুরুর দিনগুলোর স্মৃতি মনে করিয়ে দিল প্রতিষ্ঠানটি।

শনিবার (২৭ সেপ্টেম্বর) গুগল হোমপেজে দেখা যায় এক বিশেষ জন্মদিনের ডুডল। এই ডুডলে ব্যবহার করা হয়েছে গুগলের প্রথম লোগো—যা তৈরি হয়েছিল ১৯৯৮ সালে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, “আমরা উদযাপন করছি আমাদের ২৭তম জন্মদিন। এবার নস্টালজিয়ার পথে ফিরে যাচ্ছি আমাদের প্রথম লোগোর মাধ্যমে। সার্চ চালিয়ে যান।”

যদিও গুগল ১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়েছিল, পরবর্তীতে ২৭ সেপ্টেম্বরকে জন্মদিন হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। কারণ প্রথম দিককার একটি “ডুডল” ছিল প্রতিষ্ঠাতাদের ‘আউট অব অফিস’ বার্তা—যা তারা ছুটিতে যাওয়ার সময় হোমপেজে দিয়েছিলেন। সেই সময় ল্যারি পেজ ও সের্গেই ব্রিন স্ট্যানফোর্ডের দুজন পিএইচডি শিক্ষার্থী ছিলেন। গ্যারেজভিত্তিক সার্চ ইঞ্জিনের মাধ্যমে শুরু হলেও তাদের লক্ষ্য ছিল—“বিশ্বের তথ্য সংগঠিত করা এবং সবার জন্য সহজলভ্য করে তোলা।”

সেই ছোট্ট উদ্যোগ এখন অ্যালফাবেট ইনক.-এর অধীনে একটি বৈশ্বিক সাম্রাজ্য। শুধু সার্চ নয়, এখন গুগলের বিস্তৃতি অ্যান্ড্রয়েড, ইউটিউব, গুগল ক্লাউড, স্মার্ট ডিভাইস, বিজ্ঞাপন ব্যবসা ও কৃত্রিম বুদ্ধিমত্তা পর্যন্ত ছড়িয়ে গেছে। বর্তমান সিইও সুন্দর পিচাইয়ের নেতৃত্বে প্রতিষ্ঠানটি কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম কম্পিউটিং ও ই-কমার্সে নতুন দিগন্ত উন্মোচন করছে।

গুগলের ডুডল এখন আর শুধু একটি লোগো পরিবর্তন নয়। এটি সময়ের সাথে রূপ নিয়েছে অ্যানিমেশন, ইন্টার‌্যাক্টিভ গেম ও বৈশ্বিক মাইলফলক উদযাপনের মাধ্যমে। কিন্তু এবারের ২৭তম জন্মদিনে গুগল ফিরে গেছে শুরুর দিনে—সেই প্রথম লোগো দিয়ে স্মরণ করিয়েছে তাদের যাত্রার শুরু এবং কোটি কোটি ব্যবহারকারীর অবদানকে।


 

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সীতাকুণ্ডে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬
জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন সেই খাদিজা
পঞ্চগড়-১ আসনে এনসিপির মনোনয়ন নিলেন সারজিস আলম
শিক্ষক আন্দোলনে সাউন্ড গ্রেনেডে আহত সহকারী শিক্ষিকা ফাতেমা আক্তারের মৃত্যু
বাহরাইনে জাতিসংঘ সমন্বয়কের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক
ছয় জেলায় নতুন এসপি
শাহজালাল বিমানবন্দরে পুশকার্টের ধাক্কায় ক্ষতিগ্রস্ত এয়ার ইন্ডিয়ার প্লেন
হাসিনার রায়ের দিন ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে চিঠি
প্রাথমিকভাবে আনুমানিক ৮০০ সেনা যাবে কাতার
ককটেল নিক্ষেপ–আগুন দিলে গুলির নির্দেশ: ডিএমপি কমিশনার
সংসদে ৩৩ শতাংশ নারী আসন ও সরাসরি নির্বাচনের দাবি নারীপক্ষের
ভুয়া ভিডিও নিয়ে জরুরি সতর্কবার্তা দিল অর্থ মন্ত্রণালয়
বালুময় মরুর বুকে সৌদি ফ্যাশনের নবজাগরণ
পার্বতীপুরে ফের সরকারি আশ্রয়ন প্রকল্পে ১০ ঘরে অগ্নিকান্ড
ভিসা বিষয়ে ব্রিটিশ হাইক‌মিশনের জরুরি সতর্কবার্তা
খুলনা-৬ আসনে ‘বেহেশতের টিকিট’ বিতর্কে উত্তপ্ত নির্বাচনী মাঠ
বেক্সিমকো টেক্সটাইল খুলছে, রিভাইভালের লিজে কাজে ফিরবেন ২৫ হাজার শ্রমিক
জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
হাসিনার রায়ের দিন মাঠে থাকার ঘোষণা জামায়াতসহ ৮ দলের
বাংলাদেশে উৎপাদন শুরু করতে যাচ্ছে এআই প্রযুক্তি ব্র্যান্ড অনার