ইতিহাসের পাতা থেকে
নিক্সন ও কেনেডির প্রথম টেলিভিশন বিতর্ক
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ১০:৪২, ২৬ সেপ্টেম্বর ২০২৫

ইতিহাস খুঁজলে দেখা যায়, এই দিনে অনেক অনকে বড় বড় ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের শিকাগোতে ইতিহাসের প্রথম টেলিভিশন বিতর্ক অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট প্রার্থী রিচার্ড নিক্সন ও জন এফ কেনেডির মধ্যে। আধুনিক গণতান্ত্রিক রাজনীতিতে টিভি-বিতর্কের প্রচলন এখান থেকেই শুরু হয়।
১৫৮০ – ইংরেজ অভিযাত্রী স্যার ফ্রান্সিস ড্রেক দীর্ঘ সমুদ্রযাত্রা শেষে পৃথিবী প্রদক্ষিণ সম্পন্ন করে ইংল্যান্ডে ফিরে আসেন। এই যাত্রা তাকে বিশ্বখ্যাত অভিযাত্রীতে পরিণত করে এবং ইংল্যান্ডের সামুদ্রিক শক্তি বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখে।
১৭৭৭ – মার্কিন স্বাধীনতা যুদ্ধ চলাকালে ব্রিটিশ সেনারা ফিলাডেলফিয়া ও পেনসিলভানিয়া দখল করে। এতে উপনিবেশবাদী শক্তি ও স্বাধীনতা আন্দোলনকারীদের সংঘর্ষ আরও তীব্র হয়।
১৮৪১ – ব্রুনেইর সুলতান সারাওয়াকা দ্বীপ ব্রিটিশদের কাছে ছেড়ে দেন। দক্ষিণ-পূর্ব এশিয়ায় ব্রিটিশ ঔপনিবেশিক প্রভাব বৃদ্ধির ক্ষেত্রে এটি ছিল একটি গুরুত্বপূর্ণ মোড়।
১৮৮৭ – জার্মান অভিবাসী এমিল বার্লিনার যুক্তরাষ্ট্রে গ্রামোফোন পেটেন্ট করেন। এ আবিষ্কার মানব সভ্যতার বিনোদন ও যোগাযোগের ইতিহাসে এক বিপ্লব ঘটায়।
১৯০৭ – প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ড ব্রিটিশ উপনিবেশ থেকে পূর্ণ স্বাধীনতা অর্জন করে।
১৯৩২ – ভারতের স্বাধীনতা আন্দোলনে ঐতিহাসিক পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। মহাত্মা গান্ধী ও বি. আর. আম্বেদকরের মধ্যে এই চুক্তি দলিতদের রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করে।
১৯৪২ – ভারতে বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদ (সিএসআইআর) প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে এটি দেশের অন্যতম প্রধান গবেষণা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পায়।
১৯৫০ – কোরিয়া যুদ্ধ চলাকালে জাতিসংঘ বাহিনী উত্তর কোরিয়ার কাছ থেকে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল পুনর্দখল করে। একই দিনে ইন্দোনেশিয়া জাতিসংঘে অন্তর্ভুক্ত হয়।
১৯৫৯ – জাপানের হনসু দ্বীপে দুই দিনব্যাপী এক ভয়াবহ টাইফুনে প্রায় সাড়ে চার হাজার মানুষের মৃত্যু ঘটে। এটি ছিল জাপানের ইতিহাসে অন্যতম মর্মান্তিক প্রাকৃতিক দুর্যোগ।
১৯৬০ – যুক্তরাষ্ট্রের শিকাগোতে ইতিহাসের প্রথম টেলিভিশন বিতর্ক অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট প্রার্থী রিচার্ড নিক্সন ও জন এফ কেনেডির মধ্যে। আধুনিক গণতান্ত্রিক রাজনীতিতে টিভি-বিতর্কের প্রচলন এখান থেকেই শুরু হয়।
১৯৬০ – একই দিনে ফিদেল কাস্ত্রো কিউবার পক্ষ থেকে সোভিয়েত ইউনিয়নের প্রতি সমর্থন ঘোষণা করেন, যা ঠান্ডা যুদ্ধের প্রেক্ষাপটে বিশ্ব রাজনীতিতে বড় ভূমিকা রাখে।
১৯৬২ – উত্তর ইয়েমেন রাজতন্ত্র বিলুপ্ত করে প্রজাতান্ত্রিক ব্যবস্থা ঘোষণা করে।
১৯৬৮ – সুইজারল্যান্ড জাতিসংঘে যোগদান করে।
১৯৭৩ – অতিস্বনক যাত্রীবাহী কনকর্ড বিমান কোনো বিরতি ছাড়াই আটলান্টিক মহাসাগর অতিক্রম করে রেকর্ড গড়ে।
১৯৮৭ – পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি কলকাতায় প্রতিষ্ঠিত হয়, যা বাংলা নাট্যচর্চার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।