রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

| ২২ অগ্রাহায়ণ ১৪৩২

বিশ্ব ও বাংলাদেশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা

সমাজকাল ডেস্ক

প্রকাশ: ০০:০৮, ১ অক্টোবর ২০২৫

বিশ্ব ও বাংলাদেশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা

ছবি : প্রতীকী

মানবসভ্যতার দীর্ঘ ইতিহাসে ১ অক্টোবর নানা গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী হয়ে আছে। এই দিনে সংঘটিত যুদ্ধ, স্বাধীনতা, সংস্কৃতি ও শিক্ষার উদ্যোগ আজও ইতিহাসে দাগ কেটে আছে।

আন্তর্জাতিক অঙ্গন
খ্রিস্টপূর্ব ৩৩১ – মহামতি আলেকজান্ডার গাউগামেলার যুদ্ধে পারস্য সম্রাট তৃতীয় দারায়ুসকে পরাস্ত করেন। এই যুদ্ধই পারস্য সাম্রাজ্যের পতনের সূচনা করে।

৯১১ – কনস্টান্টিনোপল অবরোধকালে ব্লাকারণে চার্চে থিওটোকোস আবির্ভূতা হয়ে বিশ্বাসীদের রক্ষা করেন বলে খ্রিস্টানরা বিশ্বাস করেন।

৯৬৯ – এডগার ইংল্যান্ডের সম্রাট হিসেবে সমগ্র ইংল্যান্ডের রাজা হন।

১১৮৯ – নাইট টেম্পলারের গ্রান্ডমাস্টার গেরার্ড ডে রাইডফোর্ট অ্যাকরের যুদ্ধে নিহত হন।

১৭৮৭ – জেনারেল সুভোরোভের নেতৃত্বে রাশিয়া কিনবার্নে অটোমান সাম্রাজ্যকে পরাজিত করে।

১৭৯১ – ফ্রান্সে প্রথম আইনসভা বসে, যা আধুনিক ফরাসি বিপ্লবের ধারা গড়ে দেয়।

১৭৯২ – ব্রিটেনে প্রথম মানিঅর্ডার প্রথা চালু হয়।

১৮৩৮ – শুরু হয় প্রথম ইংরেজ-আফগান যুদ্ধ।

১৮৬৯ – অস্ট্রিয়ায় প্রথম পোস্টকার্ড চালু হয়।

১৮৮৭ – ব্রিটিশরা পাকিস্তানের বেলুচিস্তান দখল করে নেয়।

১৯২৭ – সোভিয়েত ইউনিয়ন ও পারস্য (ইরান)-এর মধ্যে অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৪৬ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী ন্যুরেমবার্গ ট্রায়ালে নাৎসি নেতাদের দোষী সাব্যস্ত করা হয়।

১৯৪৯ – মাও সেতুংয়ের নেতৃত্বে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠিত হয়।

১৯৬০ – আফ্রিকার বৃহত্তম রাষ্ট্র নাইজেরিয়া ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

১৯৭৪ – যুক্তরাষ্ট্রে ওয়াটারগেট কেলেঙ্কারির বিচার শুরু হয়।

১৯৮৫ – ইসরাইলি বিমান বাহিনী তিউনিসিয়ায় পিএলও সদর দপ্তরে ভয়াবহ হামলা চালায়।

১৯৮৯ – ডেনমার্কে প্রথমবারের মতো সমকামীদের বিবাহ আইনত অনুমোদিত হয়।

১৯৯০ – সোভিয়েত ইউনিয়ন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।

১৯৯৪ – জাতিসংঘের তত্ত্বাবধানে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পালাউ স্বাধীনতা অর্জন করে।

বাংলাদেশ প্রেক্ষাপট

১৭৮০ – কলকাতার বৈঠকখানা রোডে প্রতিষ্ঠিত হয় আলিয়া মাদ্রাসা, যা পরবর্তীতে আধুনিক মাদ্রাসা শিক্ষার সূচনা করে।

১৮৫৪ – ভারতবর্ষে সরকারিভাবে ডাকটিকিট চালু হয়।

১৮৬৪ – পোস্ট অফিসের মাধ্যমে মানিঅর্ডার পদ্ধতি প্রবর্তিত হয়।

১৯০৯ – বেগম রোকেয়া ভাগলপুরে সাখাওয়াত মেমোরিয়াল স্কুল প্রতিষ্ঠা করেন।

১৯৯৯ – বাংলা ভাষার প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল আই’ যাত্রা শুরু করে।

২০০১ – বাংলাদেশে অষ্টম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সহিংসতা, মৃত্যু ও ট্র্যাজেডি

১৯৮৮ – সোভিয়েত নেতা মিখাইল গরবাচভ পার্টির মহাসচিবের পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচিত হন।

১৯৮৮ – ভিয়েতনামের সাবেক প্রেসিডেন্ট ক্রয়ং চিনের মৃত্যু হয়।

২০০১ – কাশ্মীরের রাজ্যসভায় সন্ত্রাসী হামলায় অন্তত ৪০ জন নিহত হন।

২০০৫ – ইন্দোনেশিয়ার বালিতে ভয়াবহ বোমা হামলায় ২৩ জন নিহত হয়।


 

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা
নির্বাচনে ৮৯% সাংবাদিক নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায়: জরিপ
১২ ডিসেম্বর পর্যন্ত মেডিকেল কোচিং সেন্টার বন্ধ
৬ ডিসেম্বর ১৯৭১ : বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ভারত ও ভুটান
জুলাই আন্দোলনের অজ্ঞাত ১১৪ শহীদের পরিচয় শনাক্তে সিআইডির উদ্যোগ
জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীরা বই পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
সেন্টমার্টিন থেকে ১৮৫০ কেজি বর্জ্য অপসারণ করল কেওক্রাডং
বিএনপি ‘প্রতিশ্রুতির রাজনীতিতে’ বিশ্বাসী: রিজভী
খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত
সিএমপির সব থানার ওসি রদবদল
যে কারণে আমরা মুক্তিযুদ্ধ করতে পেরেছি
৬৪ জেলায় ৬৪ বন্যপ্রাণী কর্মীকে স্বীকৃতি দেবে সরকার
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তফসিল চূড়ান্ত
ডোনাল্ড ট্রাম্প পেলেন ‘ফিফা শান্তি পুরস্কার’
খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি
এখনও তফশিল ও ভোটের তারিখ চুড়ান্ত হয়নি: ইসি সচিব
ঠাকুরগাঁও এবারও হলো না দুই বাংলার মানুষের প্রতীক্ষিত মিলনমেলা
ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সামনে থাকে: আসিফ নজরুল
আবারও বাড়লো সোনার দাম
খালেদার অসুস্থতায় নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই: আমীর খসরু