বিশ্ব ও বাংলাদেশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ০০:০৮, ১ অক্টোবর ২০২৫

ছবি : প্রতীকী
মানবসভ্যতার দীর্ঘ ইতিহাসে ১ অক্টোবর নানা গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী হয়ে আছে। এই দিনে সংঘটিত যুদ্ধ, স্বাধীনতা, সংস্কৃতি ও শিক্ষার উদ্যোগ আজও ইতিহাসে দাগ কেটে আছে।
আন্তর্জাতিক অঙ্গন
খ্রিস্টপূর্ব ৩৩১ – মহামতি আলেকজান্ডার গাউগামেলার যুদ্ধে পারস্য সম্রাট তৃতীয় দারায়ুসকে পরাস্ত করেন। এই যুদ্ধই পারস্য সাম্রাজ্যের পতনের সূচনা করে।
৯১১ – কনস্টান্টিনোপল অবরোধকালে ব্লাকারণে চার্চে থিওটোকোস আবির্ভূতা হয়ে বিশ্বাসীদের রক্ষা করেন বলে খ্রিস্টানরা বিশ্বাস করেন।
৯৬৯ – এডগার ইংল্যান্ডের সম্রাট হিসেবে সমগ্র ইংল্যান্ডের রাজা হন।
১১৮৯ – নাইট টেম্পলারের গ্রান্ডমাস্টার গেরার্ড ডে রাইডফোর্ট অ্যাকরের যুদ্ধে নিহত হন।
১৭৮৭ – জেনারেল সুভোরোভের নেতৃত্বে রাশিয়া কিনবার্নে অটোমান সাম্রাজ্যকে পরাজিত করে।
১৭৯১ – ফ্রান্সে প্রথম আইনসভা বসে, যা আধুনিক ফরাসি বিপ্লবের ধারা গড়ে দেয়।
১৭৯২ – ব্রিটেনে প্রথম মানিঅর্ডার প্রথা চালু হয়।
১৮৩৮ – শুরু হয় প্রথম ইংরেজ-আফগান যুদ্ধ।
১৮৬৯ – অস্ট্রিয়ায় প্রথম পোস্টকার্ড চালু হয়।
১৮৮৭ – ব্রিটিশরা পাকিস্তানের বেলুচিস্তান দখল করে নেয়।
১৯২৭ – সোভিয়েত ইউনিয়ন ও পারস্য (ইরান)-এর মধ্যে অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৪৬ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী ন্যুরেমবার্গ ট্রায়ালে নাৎসি নেতাদের দোষী সাব্যস্ত করা হয়।
১৯৪৯ – মাও সেতুংয়ের নেতৃত্বে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠিত হয়।
১৯৬০ – আফ্রিকার বৃহত্তম রাষ্ট্র নাইজেরিয়া ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
১৯৭৪ – যুক্তরাষ্ট্রে ওয়াটারগেট কেলেঙ্কারির বিচার শুরু হয়।
১৯৮৫ – ইসরাইলি বিমান বাহিনী তিউনিসিয়ায় পিএলও সদর দপ্তরে ভয়াবহ হামলা চালায়।
১৯৮৯ – ডেনমার্কে প্রথমবারের মতো সমকামীদের বিবাহ আইনত অনুমোদিত হয়।
১৯৯০ – সোভিয়েত ইউনিয়ন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।
১৯৯৪ – জাতিসংঘের তত্ত্বাবধানে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পালাউ স্বাধীনতা অর্জন করে।
বাংলাদেশ প্রেক্ষাপট
১৭৮০ – কলকাতার বৈঠকখানা রোডে প্রতিষ্ঠিত হয় আলিয়া মাদ্রাসা, যা পরবর্তীতে আধুনিক মাদ্রাসা শিক্ষার সূচনা করে।
১৮৫৪ – ভারতবর্ষে সরকারিভাবে ডাকটিকিট চালু হয়।
১৮৬৪ – পোস্ট অফিসের মাধ্যমে মানিঅর্ডার পদ্ধতি প্রবর্তিত হয়।
১৯০৯ – বেগম রোকেয়া ভাগলপুরে সাখাওয়াত মেমোরিয়াল স্কুল প্রতিষ্ঠা করেন।
১৯৯৯ – বাংলা ভাষার প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল আই’ যাত্রা শুরু করে।
২০০১ – বাংলাদেশে অষ্টম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সহিংসতা, মৃত্যু ও ট্র্যাজেডি
১৯৮৮ – সোভিয়েত নেতা মিখাইল গরবাচভ পার্টির মহাসচিবের পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচিত হন।
১৯৮৮ – ভিয়েতনামের সাবেক প্রেসিডেন্ট ক্রয়ং চিনের মৃত্যু হয়।
২০০১ – কাশ্মীরের রাজ্যসভায় সন্ত্রাসী হামলায় অন্তত ৪০ জন নিহত হন।
২০০৫ – ইন্দোনেশিয়ার বালিতে ভয়াবহ বোমা হামলায় ২৩ জন নিহত হয়।