বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

প্রিন্স হ্যারির নতুন আইনি লড়াইয়ে প্রিন্স উইলিয়ামের নাম টেনে আনা

বিশেষ প্রতিবেদন

প্রকাশ: ১৭:০৯, ২ অক্টোবর ২০২৫

প্রিন্স হ্যারির নতুন আইনি লড়াইয়ে প্রিন্স উইলিয়ামের নাম টেনে আনা

প্রিন্স হ্যারি (ডিউক অব সাসেক্স) ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইল–এর প্রকাশক অ্যাসোসিয়েটেড নিউজপেপার্সের বিরুদ্ধে চলমান মামলায় তার ভাই প্রিন্স উইলিয়ামকেও জড়িয়ে ফেলেছেন।
হ্যারিসহ আরও কয়েকজন তারকা দাবি করেছেন, প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলসের ওপর গুপ্তচরবৃত্তির জন্য ব্যক্তিগত গোয়েন্দাদের টাকা দেওয়া হয়েছিল। এই পদক্ষেপে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন আরও বেড়ে যেতে পারে।

অভিযোগের মূল বিষয়

হ্যারি সাতজন মামলাকারীর একজন, যারা অ্যাসোসিয়েটেড নিউজপেপার্সের বিরুদ্ধে ৩০ বছর পর্যন্ত পুরোনো ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গের অভিযোগ তুলেছেন। প্রকাশক অবশ্য অভিযোগকে “অযৌক্তিক” ও “গড়গড়ি করা দাবি” বলে উড়িয়ে দিয়েছে।

আইনজীবীদের দাবি,২০০৩ সালে প্রিন্স উইলিয়ামের ২১তম জন্মদিনের আফ্রিকান থিমে হওয়া পার্টির খোঁজখবর নিতে টাকা দেওয়া হয়েছিল।
আরেক গোয়েন্দার ইনভয়েসে কেট মিডলটনের (বর্তমানে প্রিন্সেস অব ওয়েলস) মোবাইল ফোন সংক্রান্ত তথ্যের উল্লেখ ছিল।তার পরিবারিক ঠিকানায় ‘অকুপেন্সি সার্চ’ এবং পরিচিতজনদের তালিকা থেকে ১০টি ফোন নম্বর তোলা হয়েছিল, যার মধ্যে কেটের নাম্বারও ছিল।
হ্যারিসহ মামলাকারীদের মধ্যে আছেন স্যার এলটন জন, তার স্বামী ডেভিড ফার্নিশ, ব্যারোনেস লরেন্স অব ক্লারেনডন, অভিনেত্রী স্যাডি ফ্রস্ট, লিজ হার্লে এবং স্যার সাইমন হিউজ। তাঁরা অভিযোগ করেছেন—
গাড়িতে গোপন শ্রবণযন্ত্র বসানো,ব্যক্তিগত রেকর্ড সংগ্রহে “ব্ল্যাগিং” (প্রতারণা),নির্দেশে চুরি,ফোনে কথোপকথন রেকর্ড করা ইত্যাদি অবৈধ কাজ করা হয়েছিল।
প্রকাশক অ্যাসোসিয়েটেড নিউজপেপার্স বলেছে, এসব দাবি অনেক আগেই প্রকাশ হয়েছিল এবং এখন নতুন করে মামলা আনা “অত্যন্ত দেরিতে” করা হচ্ছে। বিচারক নিকলিনও ক্ষোভ প্রকাশ করে বলেছেন— বিচার শুরুর মাত্র দুই মাস আগে এমন সংশোধনী আনা অযৌক্তিক।
অন্যদিকে মামলাকারীদের আইনজীবী ডেভিড শারবর্ন যুক্তি দিয়েছেন, এগুলো মামলার মৌলিক অংশ এবং তা বাদ দেওয়া “পারমাণবিক বিকল্প” হবে।

অতীতের ‘গোপন সমঝোতা’

এটাই প্রথম নয় যে হ্যারি তার ভাইকে টেনে আনলেন। ২০২৩ সালে হ্যারি প্রকাশ করেছিলেন, উইলিয়াম নিউজ গ্রুপ নিউজপেপার্স (NGN)-এর বিরুদ্ধে ফোন হ্যাকিং মামলায় প্রায় এক মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণে গোপনে মীমাংসা করেছিলেন।
হ্যারির দাবি, রাজপরিবার ও প্রকাশকের মধ্যে এক ধরনের “গোপন সমঝোতা” হয়েছিল, যদিও আদালত সেটিকে অবিশ্বাস্য বলে রায় দিয়েছিল।
অ্যাসোসিয়েটেড নিউজপেপার্সের বিরুদ্ধে এই মামলার শুনানি চলছে। জানুয়ারিতে মূল বিচার শুরু হওয়ার কথা। স্যাডি ফ্রস্ট ও ডেভিড ফার্নিশ স্বশরীরে আদালতে উপস্থিত ছিলেন, অন্যরা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
শুনানির এক পর্যায়ে হ্যারি ব্যারোনেস লরেন্সকে মিউট করতে অনুরোধ করেন, কারণ মাইক্রোফোন খোলা থাকায় সবাই তাঁর শপিং নিয়ে কথা শুনতে পাচ্ছিল।
খবর: টেলিগ্রাফ

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু