বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

পর্যটন ভিসায় উমরাহ নয়

জানুন সৌদি সরকারের ১০ পরিবর্তন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:১০, ৪ অক্টোবর ২০২৫

পর্যটন ভিসায় উমরাহ নয়

ছবি : ইন্টারনেট থেকে

সৌদি আরব উমরাহযাত্রীদের জন্য নতুন বিধি চালু করেছে। এখন থেকে পর্যটন ভিসায় উমরাহ করা যাবে না, আর পুরো প্রক্রিয়াটিকে আনুষ্ঠানিক ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় আনা হয়েছে। ভিসা, হোটেল, পরিবহন—সবকিছুই এখন সরকারি অনুমোদিত ‘নুসুক’ (Nusuk) ও ‘মাসার’ (Masar) সিস্টেমের সঙ্গে সংযুক্ত।

উমরাহ অপারেটররা বলছেন, নতুন এই নীতিমালায় স্বচ্ছতা ও নিরাপত্তা বাড়লেও নিয়ম ভাঙলে কঠোর জরিমানার মুখে পড়তে হবে হাজিদের। নিচে দেওয়া হলো সৌদি আরবের উমরাহ সংক্রান্ত নতুন ১০টি গুরুত্বপূর্ণ নিয়ম ও পরিবর্তন—

১. ভিসার সঙ্গে বাধ্যতামূলক হোটেল বুকিং

উমরাহ ভিসা নেওয়ার সময়ই হোটেল বুক করতে হবে। অনুমোদিত হোটেল Masar system থেকে বেছে নিতে হবে অথবা সৌদিতে আত্মীয়ের বাসায় থাকার তথ্য দিতে হবে।
আসা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস–এর পরিচালক কায়সার মাহমুদ বলেন, “হোটেল ও পরিবহন এখন Masar সিস্টেমে যুক্ত। এমনকি ট্যাক্সিও ওই পোর্টালের মাধ্যমে বুক করতে হয়।”

২. আত্মীয়ের বাসায় থাকলে দিতে হবে সৌদি আইডি

যাত্রীরা যদি সৌদিতে আত্মীয়ের সঙ্গে থাকেন, তাহলে সেই স্বাগতিকের ইউনিফাইড সৌদি আইডি নম্বর ভিসার সঙ্গে যুক্ত করতে হবে। সফরসূচি বদল হলে সেটিও আইডি অনুযায়ী হালনাগাদ করতে হবে।

৩. পর্যটন ভিসায় উমরাহ নিষিদ্ধ

এখন থেকে পর্যটন ভিসায় উমরাহ করা সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ এভাবে গেলে যেকোনো পর্যায়ে থামিয়ে দেওয়া হতে পারে বা মদিনার রিয়াজুল জান্নাতে প্রবেশ নিষিদ্ধ হতে পারে।
একজন অপারেটর শিহাব বলেন, “পর্যটন ভিসায় উমরাহ করতে গেলে ঝুঁকি আছে। এমনকি মক্কায় পৌঁছালেও মদিনার পবিত্র স্থানে প্রবেশে বাধা দেওয়া হবে।”

৪. বাধ্যতামূলক উমরাহ ভিসাসব হাজিকে এখন Nusuk প্ল্যাটফর্মের মাধ্যমে উমরাহ ভিসা নিতে হবে—ই-ভিসা বা অনুমোদিত প্যাকেজের অংশ হিসেবে। মাহমুদের ভাষায়, “এখন উমরাহ ভিসাই একমাত্র বৈধ উপায়।”

৫. সফরসূচি বদলানো বা বাড়ানো যাবে না

ভিসার আবেদনকালে জমা দেওয়া সফরসূচি পরবর্তীতে পরিবর্তন বা স্থগিত করা যাবে না। অনুমোদিত সময়ের বেশি অবস্থান করলে প্রতি ব্যক্তির জন্য ৭৫০ সৌদি রিয়াল (প্রায় ৭৩৪ দিরহাম) জরিমানা এবং এজেন্টদের সিস্টেম ব্লক করা হতে পারে।

৬. কিছু দেশের নাগরিকদের জন্য আগমনী ভিসা

যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা বা শেনজেন অঞ্চলের ভিসাধারী ও অধিবাসীরা সৌদি আরবে পৌঁছে এক বছরের মেয়াদি আগমনী ভিসা (Visa on Arrival) পেতে পারেন, শর্ত হলো—তারা অন্তত একবার ওই দেশগুলো ভ্রমণ করেছেন।

৭. বিমানবন্দরে সব বুকিং যাচাই


আগমনের পর কর্তৃপক্ষ Nusuk বা Masar–এ থাকা হোটেল ও পরিবহন বুকিং যাচাই করবে। কোনো তথ্য না থাকলে যাত্রীকে থামিয়ে দেওয়া বা জরিমানা করা হতে পারে।

শিহাব বলেন, “বিমানবন্দরে হোটেল ও ফেরার টিকিট চেক করা হয়। কিছু অনুপস্থিত থাকলে সঙ্গে সঙ্গে জরিমানা।”

৮. অনুমোদিত পরিবহনই ব্যবহার করতে হবে


শুধু Nusuk অ্যাপে অনুমোদিত ট্যাক্সি, বাস বা ট্রেন ব্যবহারের অনুমতি থাকবে। যাত্রীরা নিজেরা যেকোনো গাড়ি নিতে পারবেন না।

৯. হারামাইন এক্সপ্রেস ট্রেনের সময়সীমা


জনপ্রিয় হারামাইন এক্সপ্রেস ট্রেন রাত ৯টার পর আর চলে না। তাই ওই সময়ের পর আগমনের ক্ষেত্রে বিকল্প অনুমোদিত পরিবহন আগে থেকেই বুক করতে হবে।

১০. নিয়ম ভাঙলে কড়া জরিমানা


কোনো নিয়ম ভাঙলে—যেমন অনুমোদনহীন ট্যাক্সি ব্যবহার বা নির্ধারিত সময়ের বেশি থাকা—উভয় ক্ষেত্রেই হাজি ও এজেন্টকে ৭৫০ দিরহাম থেকে শুরু করে জরিমানা দিতে হবে।

নতুন বিধিতে বাড়ছে শৃঙ্খলা ও নিরাপত্তা

নতুন এই বিধানগুলো উমরাহ সফরকে সম্পূর্ণভাবে ডিজিটাল, নিয়ন্ত্রিত ও স্বচ্ছ করতে চালু করা হয়েছে। এর ফলে হাজিদের ভিসা, আবাসন ও যাতায়াতের সব তথ্য একত্রে সরকারি সিস্টেমে থাকবে। তবে এর সঙ্গে বাড়ছে দায়িত্বও—কোনো ধাপে ভুল বা বিলম্ব ঘটলে সফরে বাধা আসতে পারে।
সূত্র : খালিজ টাইমস

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু