বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে তিন প্যাকেজ ঘোষণা
বিশেষ ৭ লাখ ৫০ হাজার , সাধারণ হজ ৫ লাখ ৫০ হাজার, সাশ্রয়ী ৫ লাখ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪:৫১, ৩০ সেপ্টেম্বর ২০২৫

বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছরের হজ পালনের জন্য তিনটি নতুন প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর বিজয়নগরে এক সংবাদ সম্মেলনে এই প্যাকেজের ঘোষণা দেন সংগঠনের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার।
তিনি জানান, এবার বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজে বিভিন্ন স্তরে মূল্য বৃদ্ধি করা হয়েছে।
বিশেষ হজ প্যাকেজ: গত বছরের তুলনায় ৫১ হাজার টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৫০ হাজার টাকা।
সাধারণ হজ প্যাকেজ: ২৭ হাজার টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৫০ হাজার টাকা।
সাশ্রয়ী হজ প্যাকেজ: নতুন করে নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১০ হাজার টাকা।
এই সব প্যাকেজের মধ্যে হজযাত্রীদের খাবার, কোরবানি ও অন্যান্য খরচ ধরা হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় খাবারের খরচ আলাদা হলেও বেসরকারি ব্যবস্থাপনায় উন্নত সেবা প্রদানের অংশ হিসেবে খাবারের খরচ প্যাকেজ মূল্যের অন্তর্ভুক্ত থাকবে বলে হাব মহাসচিব উল্লেখ করেন।
এছাড়া, প্রতি সৌদি রিয়াল ৩২ টাকা ৮৫ পয়সা ধরে প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে। ভবিষ্যতে রিয়ালের বিনিময় হার পরিবর্তন হলে তা প্যাকেজ মূল্যের সঙ্গে সমন্বয় করা হবে বলেও জানানো হয়।
উল্লেখ্য, গত বছর হাবের নেতৃত্ব সংকটে থাকায় এজেন্সিগুলো বিভক্ত হয়ে আলাদা আলাদা প্যাকেজ ঘোষণা করেছিল। তবে এবার একটি ঐক্যবদ্ধ কমিটি থেকেই তিনটি প্যাকেজ প্রকাশ করা হলো।