বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে তিন প্যাকেজ ঘোষণা

বিশেষ ৭ লাখ ৫০ হাজার , সাধারণ হজ ৫ লাখ ৫০ হাজার, সাশ্রয়ী ৫ লাখ

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশ: ১৪:৫১, ৩০ সেপ্টেম্বর ২০২৫

বিশেষ ৭ লাখ ৫০ হাজার , সাধারণ হজ ৫ লাখ ৫০ হাজার, সাশ্রয়ী ৫ লাখ

বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছরের হজ পালনের জন্য তিনটি নতুন প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর বিজয়নগরে এক সংবাদ সম্মেলনে এই প্যাকেজের ঘোষণা দেন সংগঠনের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার।

তিনি জানান, এবার বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজে বিভিন্ন স্তরে মূল্য বৃদ্ধি করা হয়েছে।

বিশেষ হজ প্যাকেজ: গত বছরের তুলনায় ৫১ হাজার টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৫০ হাজার টাকা।

সাধারণ হজ প্যাকেজ: ২৭ হাজার টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৫০ হাজার টাকা।

সাশ্রয়ী হজ প্যাকেজ: নতুন করে নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১০ হাজার টাকা।

এই সব প্যাকেজের মধ্যে হজযাত্রীদের খাবার, কোরবানি ও অন্যান্য খরচ ধরা হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় খাবারের খরচ আলাদা হলেও বেসরকারি ব্যবস্থাপনায় উন্নত সেবা প্রদানের অংশ হিসেবে খাবারের খরচ প্যাকেজ মূল্যের অন্তর্ভুক্ত থাকবে বলে হাব মহাসচিব উল্লেখ করেন।

এছাড়া, প্রতি সৌদি রিয়াল ৩২ টাকা ৮৫ পয়সা ধরে প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে। ভবিষ্যতে রিয়ালের বিনিময় হার পরিবর্তন হলে তা প্যাকেজ মূল্যের সঙ্গে সমন্বয় করা হবে বলেও জানানো হয়।

উল্লেখ্য, গত বছর হাবের নেতৃত্ব সংকটে থাকায় এজেন্সিগুলো বিভক্ত হয়ে আলাদা আলাদা প্যাকেজ ঘোষণা করেছিল। তবে এবার একটি ঐক্যবদ্ধ কমিটি থেকেই তিনটি প্যাকেজ প্রকাশ করা হলো।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু