এক সাক্ষাতকারে এমবাপ্পে
মেসির সঙ্গে খেলাটা ছিল বিশাল সৌভাগ্যের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯:১৭, ১৩ অক্টোবর ২০২৫

কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের হৃদয়বিদারক পরাজয়ের পরও প্যারিস সেন্ট-জার্মেইয়ে (পিএসজি) টানা দুই মৌসুম একসঙ্গে খেলেছিলেন কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসি। যদিও ক্লাবটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন পূরণ করতে পারেনি, তবু ফরাসি তারকার কাছে সেই সময়টা ছিল এক অনন্য অভিজ্ঞতা।
আর্জেন্টিনার কিংবদন্তি জর্জে ভালদানোর সঙ্গে এক আলাপচারিতায় এমবাপ্পে বলেন,“লিওনেল মেসির সঙ্গে খেলাটা ছিল এক বিশাল সৌভাগ্য। কখনও ভাবিনি আমার ক্যারিয়ারে এমন সুযোগ আসবে। আমার স্বপ্ন ছিল রিয়াল মাদ্রিদে খেলা—আমি কখনও বার্সেলোনার কথা ভাবিনি। আর ভেবেছিলাম, মেসি সারা জীবন বার্সাতেই থাকবে।”
মেসির প্রভাব সম্পর্কে তিনি আরও যোগ করেন,“আমি ভেবেছিলাম তার বিপক্ষে খেলব, পাশে নয়। কিন্তু তার সঙ্গে খেলেছি, আর সেটা ছিল সত্যিই বিশেষ কিছু। আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি, এজন্য আমি কৃতজ্ঞ। ওগুলো ছিল দারুণ দুটি বছর। এমন একজন অসাধারণ খেলোয়াড়কে পাশে পাওয়াটা সত্যিই এক সোনালী সুযোগ।”