জর্জিয়াকে হারিয়ে শীর্ষে স্পেন, ইউরোপ বাছাইয়ে টানা তিন জয়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২:৩৬, ১২ অক্টোবর ২০২৫

ইউরো চ্যাম্পিয়ন স্পেন তাদের দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বিশ্বকাপ বাছাইপর্বে। শনিবার এলচের এস্টাডিও মার্তিনেজ ভ্যালেরোতে জর্জিয়াকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ ‘ই’ তে শীর্ষস্থান আরও মজবুত করেছে লুইস দে লা ফুয়েন্তের দল।
প্রথমার্ধের ২৪তম মিনিটে ক্রিস্টাল প্যালেসের উইঙ্গার ইয়ারেমি পিনোর গোলে এগিয়ে যায় স্পেন। কর্নার থেকে ফেরত আসা বলে রোবিন লে নরমান্ড নিখুঁত পাস দেন পিনোকে, যিনি কাছ থেকে বল পাঠান জালে।
২৮তম মিনিটে ফেরান তোরেসের ফাউলে ভিএআর পর্যালোচনার পর স্পেন পায় পেনাল্টি। তবে জর্জিয়া গোলরক্ষক গিওর্গি মামারদাশভিলি চমৎকারভাবে সেভ করে দেন তোরেসের শটটি।
দ্বিতীয়ার্ধেও ছিল স্পেনের একচেটিয়া আধিপত্য। ৬৪তম মিনিটে ফ্রি-কিক থেকে দুর্দান্ত এক বাঁ-পায়ের শটে মিকেল ওইয়ারজাবাল জয় নিশ্চিত করেন। বলের উপর দিয়ে দৌড়ে যান পেদ্রো পোরো, সুযোগ কাজে লাগান ওইয়ারজাবাল—তার শট জালে গিয়ে জড়ায় ক্রসবারের নিচে।
পুরো ম্যাচে অন্তত তিনবার বল পোস্টে লেগে ফিরে আসে স্পেনের ভাগ্য। পোরো ও ওইয়ারজাবালের শট দু’বার কাঠামোয় বাধা পায়, মিকেল মেরিনোর হেড এবং পেদ্রির ক্রসবারও গোলবঞ্চিত করে দলকে।
এই জয়ে স্পেন বাছাইপর্বে টানা তিন ম্যাচে জয় ধরে রেখেছে, এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি। তিন ম্যাচে তাদের সংগ্রহ ৯ পয়েন্ট, দ্বিতীয় স্থানে থাকা তুরস্কের অর্জন ৬ পয়েন্ট।
বার্সেলোনার দানি ওলমো ও লামিনে ইয়ামাল ইনজুরিতে না থাকলেও তরুণ খেলোয়াড়দের পারফরম্যান্সে কোনো ঘাটতি দেখা যায়নি। পরবর্তী ম্যাচে মঙ্গলবার ভায়াদোলিদে বুলগেরিয়ার বিপক্ষে মাঠে নামবে স্পেন।