বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

মেসির জোড়া গোল-অ্যাসিস্টে আটলান্টা বিধ্বস্ত

লিগের শীর্ষ গোলদাতা আর্জেন্টাইন জাদুকর

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২:১৪, ১২ অক্টোবর ২০২৫

লিগের শীর্ষ গোলদাতা আর্জেন্টাইন জাদুকর

আগের দিন জাতীয় দলের হয়ে মাঠে না নামলেও পরদিনই ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত ফর্মে ফিরলেন লিওনেল মেসি। আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে লিগ ম্যাচে জোড়া গোল ও এক অ্যাসিস্টে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন এই আর্জেন্টাইন মহাতারকা।

২৬ গোল করে এখন লিগের সর্বোচ্চ গোলদাতা মেসি। 

আর্জেন্টিনা খেলেছিল হার্ড রক স্টেডিয়ামে, আর মায়ামি খেলেছে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে—দুই মাঠের দূরত্ব মাত্র ২০ মাইল। জাতীয় দলের সতীর্থদের সামনেই যেন মেসি আবার প্রমাণ করলেন কেন তিনি এখনও সেরাদের সেরা।

ইন্টার মায়ামি ৪-০ গোলে হারিয়েছে আটলান্টা ইউনাইটেডকে। মেসি করেছেন দুটি গোল, একটি অ্যাসিস্ট করেছেন জর্দি আলবার গোলে। বাকি গোলটি করেছেন লুইস সুয়ারেজ। এই জয়ে ৩৩ ম্যাচ শেষে মায়ামির জয় ১৮, হার ৭ ও ড্র ৮। তাদের সংগ্রহ ৬২ পয়েন্ট—দ্বিতীয় স্থানে থাকা সিনসিনাতির সমান। ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিলাডেলফিয়া। আটলান্টা ২৭ পয়েন্ট নিয়ে আছে ১৪তম স্থানে।

মেসির প্রথম গোল আসে ৩৯ মিনিটে। মাঝমাঠে বাল্টাসার রদ্রিগেজের পাস পেয়ে বাঁ-পায়ের নিখুঁত বাঁকানো শটে গোল করেন তিনি। বিরতির আগে আরও একটি সুযোগ হাতছাড়া হয়।

৫২ মিনিটে জর্দি আলবার গোলে মেসির অবদান ছিল মূল। নিজ অর্ধ থেকে অসাধারণ এক দীর্ঘ পাসে আলবাকে খুঁজে দেন তিনি, যিনি গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান। এরপর ১০ মিনিট পর লুইস সুয়ারেজ গোল করে ব্যবধান বাড়ান ৩-০ তে।

শেষ বাঁশি বাজানোর ছয় মিনিট আগে আসে মেসির দ্বিতীয় গোল। এবার জর্দি আলবা পাস দেন, আর মেসি আড়াআড়ি শটে নিখুঁতভাবে বল পাঠান জালে। এই গোলেই তিনি ২৬ গোল নিয়ে লিগের সর্বোচ্চ গোলদাতা হন, লস অ্যাঞ্জেলস এফসির ডেনিস বোঙ্গা (২৪ গোল)-কে টপকে।
মেসি হয়েছেন ম্যাচসেরা খেলোয়াড়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু