মেসির জোড়া গোল-অ্যাসিস্টে আটলান্টা বিধ্বস্ত
লিগের শীর্ষ গোলদাতা আর্জেন্টাইন জাদুকর
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২:১৪, ১২ অক্টোবর ২০২৫

আগের দিন জাতীয় দলের হয়ে মাঠে না নামলেও পরদিনই ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত ফর্মে ফিরলেন লিওনেল মেসি। আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে লিগ ম্যাচে জোড়া গোল ও এক অ্যাসিস্টে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন এই আর্জেন্টাইন মহাতারকা।
২৬ গোল করে এখন লিগের সর্বোচ্চ গোলদাতা মেসি।
আর্জেন্টিনা খেলেছিল হার্ড রক স্টেডিয়ামে, আর মায়ামি খেলেছে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে—দুই মাঠের দূরত্ব মাত্র ২০ মাইল। জাতীয় দলের সতীর্থদের সামনেই যেন মেসি আবার প্রমাণ করলেন কেন তিনি এখনও সেরাদের সেরা।
ইন্টার মায়ামি ৪-০ গোলে হারিয়েছে আটলান্টা ইউনাইটেডকে। মেসি করেছেন দুটি গোল, একটি অ্যাসিস্ট করেছেন জর্দি আলবার গোলে। বাকি গোলটি করেছেন লুইস সুয়ারেজ। এই জয়ে ৩৩ ম্যাচ শেষে মায়ামির জয় ১৮, হার ৭ ও ড্র ৮। তাদের সংগ্রহ ৬২ পয়েন্ট—দ্বিতীয় স্থানে থাকা সিনসিনাতির সমান। ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিলাডেলফিয়া। আটলান্টা ২৭ পয়েন্ট নিয়ে আছে ১৪তম স্থানে।
মেসির প্রথম গোল আসে ৩৯ মিনিটে। মাঝমাঠে বাল্টাসার রদ্রিগেজের পাস পেয়ে বাঁ-পায়ের নিখুঁত বাঁকানো শটে গোল করেন তিনি। বিরতির আগে আরও একটি সুযোগ হাতছাড়া হয়।
৫২ মিনিটে জর্দি আলবার গোলে মেসির অবদান ছিল মূল। নিজ অর্ধ থেকে অসাধারণ এক দীর্ঘ পাসে আলবাকে খুঁজে দেন তিনি, যিনি গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান। এরপর ১০ মিনিট পর লুইস সুয়ারেজ গোল করে ব্যবধান বাড়ান ৩-০ তে।
শেষ বাঁশি বাজানোর ছয় মিনিট আগে আসে মেসির দ্বিতীয় গোল। এবার জর্দি আলবা পাস দেন, আর মেসি আড়াআড়ি শটে নিখুঁতভাবে বল পাঠান জালে। এই গোলেই তিনি ২৬ গোল নিয়ে লিগের সর্বোচ্চ গোলদাতা হন, লস অ্যাঞ্জেলস এফসির ডেনিস বোঙ্গা (২৪ গোল)-কে টপকে।
মেসি হয়েছেন ম্যাচসেরা খেলোয়াড়।