রোনালদো ছিলেন এমবাপ্পের শৈশবের নায়ক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯:৫৬, ১৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ২০:১৫, ১৩ অক্টোবর ২০২৫

ক্রিস্টিয়ানো রোনালদো ছিলেন কিলিয়ান এমবাপ্পের শৈশবের নায়ক—ফুটবলের আকাশের সেই দূর তারা এখন তার বাস্তব জীবনের অনুপ্রেরণা ও পরামর্শদাতা। সময়ের স্রোতে কিশোর বয়সে যে রোনালদোর খেলা দেখে স্বপ্ন দেখতেন এমবাপ্পে, আজ তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ, আলোচনা ও বন্ধুত্বে জড়িত তিনি নিজেই।
সোমবার মুভিস্টারকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, “ক্রিস্টিয়ানো সবসময়ই আমার আদর্শ। আমি যথেষ্ট সৌভাগ্যবান যে তার সঙ্গে কথা বলতে পারি, তিনি আমাকে দিকনির্দেশনা দেন। আমার জন্য এটি বিশাল প্রাপ্তি।”
রোনালদোকে এখনো রিয়াল মাদ্রিদের ‘এক নম্বর তারকা’ হিসেবে বর্ণনা করে এমবাপ্পে যোগ করেন, “আমার মতে, রোনালদো এখনও রিয়ালের সবচেয়ে বড় উদাহরণ। তিনি এমন অনেক কিছু অর্জন করেছেন যা অনুপ্রেরণাদায়ক। সমর্থকেরা এখনও তাকে ঘিরে স্বপ্ন দেখে। আমি নিজেও আমার পথে ছুটতে চাই, কিন্তু তার উদাহরণই আমাকে এগিয়ে যেতে সাহস জোগায়।”
২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত রিয়াল মাদ্রিদের হয়ে সাড়ে চারশরও বেশি গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। চারটি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ১৬টি শিরোপা এনে দিয়েছেন ক্লাবকে। তাই রিয়ালের ইতিহাসে তাঁর উচ্চতায় পৌঁছানো নিঃসন্দেহে কঠিন চ্যালেঞ্জ। তবে সেই রেকর্ডের পথে পা রেখেছেন এমবাপ্পেও।
রিয়াল মাদ্রিদে যোগ দিয়েই ফরাসি এই ফরোয়ার্ড প্রথম মৌসুমে রেকর্ড ৪৪টি গোল করে আলোচনায় আসেন। চলতি মৌসুমে তাঁর দুর্দান্ত ফর্ম অব্যাহত—এখন পর্যন্ত করেছেন ১৪ গোল। রিয়াল সমর্থকেরা বিশ্বাস করেন, রোনালদোর উত্তরসূরি হিসেবে নতুন যুগের সূচনা করছেন এমবাপ্পে।