ব্রাজিলকে নিয়ে ইতিহাস গড়তে চান আনচেলত্তি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০:৫২, ১৩ অক্টোবর ২০২৫

বিশ্বকাপ ইতিহাসে এখনো কোনো বিদেশি কোচের অধীনে কোনো দেশ ট্রফি জেতেনি। কিন্তু ইতালিয়ান কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তি দৃঢ় প্রত্যয়ে জানালেন—তিনি চান ব্রাজিলকে নিয়ে সেই অপ্রাপ্তির ইতিহাস বদলে দিতে।
গত মে মাসে দায়িত্ব নেওয়ার পর আনচেলত্তি হয়েছেন ছয় দশকের মধ্যে ব্রাজিলের প্রথম বিদেশি কোচ। তার অধীনে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা আগামী গ্রীষ্মে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। দক্ষিণ কোরিয়াকে ৫–০ গোলে বিধ্বস্ত করে ব্রাজিল এখন নতুন আত্মবিশ্বাসে উজ্জ্বল। মঙ্গলবার (১৪ অক্টোবর) তারা টোকিওতে জাপানের বিপক্ষে মাঠে নামবে এক প্রীতি ম্যাচে।
আনচেলত্তি বলেন,“আমার লক্ষ্য ব্রাজিল দলকে সেরাটা দিতে সহায়তা করা, তাদের সামর্থ্যের শীর্ষে নিয়ে যাওয়া এবং বিশ্বকাপ জেতা। ঠিক আছে, কোনো বিদেশি কোচ এখনো বিশ্বকাপ জেতেননি—কিন্তু জীবনে সবকিছুরই তো একটা প্রথমবার থাকে।”
তবে তিনি স্বীকার করেছেন, বাছাইপর্বের পথ ছিল সহজ নয়। দক্ষিণ আমেরিকার টেবিলে পঞ্চম স্থান অর্জন করে বিশ্বকাপে পা রাখে সেলেসাওরা। ২০২২ সালের বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে কোয়ার্টার ফাইনালে বিদায় নেওয়ার পর তিতে পদত্যাগ করলে, আনচেলত্তি ব্রাজিলের চতুর্থ কোচ হিসেবে দায়িত্ব নেন।
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচে আলো কাড়েন মাত্র ১৮ বছর বয়সী তারকা এস্তেভাও, করেন জোড়া গোল। পাশাপাশি রদ্রিগো ও ভিনিসিয়ুস জুনিয়রও গোল করেন। সমর্থকরা বলছেন, “জোগো বোনিতো”—ব্রাজিলিয়ান ফুটবলের সৌন্দর্যের সেই ঐতিহ্য যেন ফিরে এসেছে।
তবে আনচেলত্তির মতে,“ব্রাজিলিয়ানরা যেমন নান্দনিক ফুটবল খেলে, তেমনই দলগত শৃঙ্খলা ও বল ছাড়াই দৌড়ানো—এ দুটোই জয়ের মূল চাবিকাঠি।”
উরুর ইনজুরির কারণে এশিয়া সফরে নেই নেইমার, তবে আনচেলত্তি জানালেন,“নেইমার ফিট থাকলে তিনি বিশ্বের যেকোনো দলে খেলতে পারেন। ব্রাজিল দলের দরজা তার জন্য সবসময় খোলা থাকবে।”
এশিয়া থেকে প্রথম দল হিসেবে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে জাপান। তবে ব্রাজিলের বিপক্ষে তারা এখনো কোনো জয় পায়নি—১৩ ম্যাচের একটিতেও নয়। কোচ হাজিমে মরিয়াসু জানিয়েছেন,“ব্রাজিলকে হারাতে পারলে তা আমাদের আত্মবিশ্বাস বাড়াবে এবং বিশ্বকাপে বড় কিছু করার প্রেরণা জোগাবে।”