কাবরেরাকে পদত্যাগের পরামর্শ
বাংলাদেশ ফুটবলের অধিনায়কত্বে হামজাকে চান আমিনুল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩:৪৩, ১২ অক্টোবর ২০২৫ | আপডেট: ০১:১৩, ১৩ অক্টোবর ২০২৫

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নেতৃত্বে পরিবর্তনের পরামর্শ দিয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল হক। তার মতে, হামজা চৌধুরীকে অধিনায়ক করা হলে শুধু দল নয়, সমর্থকরাও নতুন উদ্দীপনা পাবে। একইসঙ্গে স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা ব্যর্থতার দায় নিয়ে নিজে থেকেই পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
সাম্প্রতিক হংকং চায়নার বিপক্ষে ম্যাচে আনুষ্ঠানিকভাবে অধিনায়ক ছিলেন সোহেল রানা। কিন্তু মাঠে নেতৃত্বে ও কৌশলে সবাইকে ছাপিয়ে গেছেন হামজা চৌধুরী। আমিনুল বলেন, “আমরা যদি হামজা চৌধুরীকে ক্যাপ্টেন্সি প্রদান করি, তাহলে বাংলাদেশ দল আরও উজ্জীবিত হবে। দর্শকরাও নতুনভাবে দলকে নিয়ে আশাবাদী হবে। এখন একেক সময় একেকজনকে দায়িত্ব দেওয়া হয়, এতে খেলোয়াড়দের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে। কিন্তু হামজার নেতৃত্বে সেটা হবে না।”
সাবেক অধিনায়ক বলেন, দীর্ঘদিন ধরেই হাভিয়ের কাবরেরার অধীনে আশানুরূপ সাফল্য পাচ্ছে না বাংলাদেশ। সাম্প্রতিক ম্যাচে তার কৌশল ও খেলোয়াড় বাছাই নিয়েও চলছে সমালোচনা।
আমিনুলের পরামর্শ, “কৌশল বা খেলোয়াড়দের সঙ্গে কোচের সমন্বয় না হলে তার নিজের থেকেই সরে দাঁড়ানো উচিত। যদি তিনি না চান, তাহলে ম্যানেজমেন্টের উচিত তাকে পদত্যাগে বাধ্য করা।”
হংকং চায়নার বিপক্ষে শেষ মুহূর্তে গোল খেয়ে হারার পর বাংলাদেশ দলের খেলোয়াড়দের মানসিক দুর্বলতা সামনে এসেছে। এ বিষয়ে আমিনুল বলেন,“আমি জানি না আমাদের দলে কোনো মনোবিদ আছে কি না। থাকলে ভালো, না থাকলে দ্রুত একজন নিয়োগ দেওয়া উচিত। খেলোয়াড়দের মানসিকভাবে শক্তিশালী না হলে তারা তাদের সামর্থ্য দেখাতে পারবে না।”
আমিনুল আরও বলেন, হংকংয়ের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের ডিফেন্স ও গোললাইন দুর্বলতা প্রকটভাবে ধরা পড়েছে। দ্বিতীয় ম্যাচের আগে এই ত্রুটি সংশোধনের আহ্বান জানান তিনি।