বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

হালান্ডের হ্যাটট্রিক ঝড়ে বিধ্বস্ত ইসরায়েল

বিশ্বকাপ স্বপ্নের আরও কাছে নরওয়ে

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩:১০, ১২ অক্টোবর ২০২৫ | আপডেট: ০১:৩৯, ১৩ অক্টোবর ২০২৫

বিশ্বকাপ স্বপ্নের আরও কাছে নরওয়ে

ম্যানচেস্টার সিটির তারকা আর্লিং হালান্ডের বিধ্বংসী হ্যাটট্রিক ও দুর্দান্ত ফর্মে থাকা নরওয়ে ৫–১ গোলে উড়িয়ে দিয়েছে ইসরায়েলকে। এই জয়ে ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার স্বপ্নের আরও এক ধাপ কাছে পৌঁছে গেল নরওয়ে।

ম্যাচের শুরুতেই রোমাঞ্চ! প্রথম পাঁচ মিনিটে দুইবার পেনাল্টির সুযোগ পায় নরওয়ে, কিন্তু দু’বারই ইসরায়েল গোলরক্ষক ড্যানিয়েল পেরেতজ হালান্ডের শট ঠেকান (একটি পুনরায় নেওয়া হয়েছিল এনক্রোচমেন্টের কারণে)।

তবু ভাগ্য বদলায় দ্রুতই। আলেকজান্ডার সোরলথের ক্রস ভুলবশত নিজেদের জালে জড়ান ইসরায়েলি মিডফিল্ডার আনান খালাইলি— এগিয়ে যায় নরওয়ে।

দুটি পেনাল্টি মিসের পর হালান্ড যেন ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন। ২৮তম মিনিটে ডান পায়ের নিখুঁত ফিনিশিংয়ে করেন নিজের প্রথম গোল। এটি ছিল ক্লাব ও দেশের হয়ে টানা দশম ম্যাচে তার গোল। চলতি মৌসুমে ম্যানসিটি ও নরওয়ের হয়ে ১২ ম্যাচে মাত্র একটিতেও গোলহীন ছিলেন তিনি!

এক মিনিট পরই হাস্যকর আত্মঘাতী গোল— ইসরায়েল গোলরক্ষকের ক্লিয়ারেন্স সরাসরি নাখমিয়াসের গায়ে লেগে জালে ঢোকে।

দ্বিতীয়ার্ধে হালান্ড ছিলেন আরও আগ্রাসী। ৫৮ মিনিটে হেডে দ্বিতীয় গোল, এরপর ৭২ মিনিটে আন্তোনিও নুসারের ক্রস থেকে ব্যাক পোস্টে হেড করে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন।
২৫ বছর বয়সী এই তারকা এখন ৪৬ আন্তর্জাতিক ম্যাচে ৫১ গোল করে ফেলেছেন— ইতিহাসে দ্রুততম খেলোয়াড় হিসেবে দেশের হয়ে ৫০ বা তার বেশি গোলের রেকর্ড গড়েছেন তিনি। এ কীর্তিতে হ্যারি কেইনকে (৭১ ম্যাচে ৫০ গোল) ছাড়িয়ে গেছেন। এটি ছিল হালান্ডের আন্তর্জাতিক ক্যারিয়ারের ষষ্ঠ হ্যাটট্রিক, যা তাকে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির আন্তর্জাতিক হ্যাটট্রিক সংখ্যার (১০) আরও কাছে নিয়ে গেছে।

 গ্রুপের পরিস্থিতি
এই জয়ে নরওয়ে গ্রুপ ‘আই’-এর শীর্ষে অবস্থান আরও মজবুত করেছে। ছয় ম্যাচে তাদের পূর্ণ ১৮ পয়েন্ট। তারা ২০০০ সালের পর কোনো বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলেনি এবং ১৯৯৮ সালের পর বিশ্বকাপে জায়গা পায়নি।

অন্যদিকে, একই গ্রুপে দ্বিতীয় স্থানে থাকা ইতালি তল্লিনে এস্তোনিয়াকে ৩–১ গোলে হারিয়ে প্রতিযোগিতায় টিকে আছে। ৫ ম্যাচে ইতালির সংগ্রহ ১২ পয়েন্ট— নরওয়ের চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে, তবে হাতে রয়েছে একটি ম্যাচ বেশি।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু